৫৮. 'বেগে ধায় নাহি রহে স্থির'- বক্তব্যটি যথার্থ-
র. সময়ের ক্ষেত্রে
রর. মানুষের আয়ুর ক্ষেত্রে
ররর. সংসার সমরাঙ্গনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৫৯. মানুষের আয়ুকে শৈবালের নীর বলার কারণ-
র. আয়ু শৈবালের মতো চিরসবুজ
রর. মানুষের আয়ু ক্ষণস্থায়ী
ররর. মানুষের আয়ু শৈবালের নীরের মতো অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
৬০. মানুষকে যুদ্ধ করতে হবে-
র. সংসার সমরাঙ্গন মাঝে
রর. মহিমা লাভের জন্য
ররর. ভয়ে ভীত না হয়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৬১. মানুষকে প্রাতঃস্মরণীয় হতে হলে-
র. ভবিষ্যতে নির্ভর করা উচিত
রর. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করা উচিত
ররর. নিজ কাজে রত থেকে সংকল্প সাধন করা উচিত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
৬২. মানুষকে ভবিষ্যতে নির্ভর করা উচিত নয়-
র. আয়ু ক্ষণস্থায়ী বলে
রর. এতে মহিমা অর্জন ব্যাহত হয় বলে
ররর. ভবের উন্নতি হয় না বলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
৬৩. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করলে আমরা হতে পারব-
র. প্রাতঃস্মরণীয়
রর. সংসারত্যাগী
ররর. বরণীয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
৬৪. মানুষ অমর হতে পারে-
র. সংকল্প সাধনের মাধ্যমে
রর. বরেণ্যদের পথে গমন করে
ররর. বাহ্যদৃশ্যে ভুলতে পারলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
৬৫. মানুষকে সংকল্প সাধন করতে হবে-
র. নিজ কাজে রত থেকে
রর. ভবিষ্যতে নির্ভর করে
ররর. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
৬৬. জীবনে সুখের আশা করতে নেই, কারণ-
র. তাতে ভবের উন্নতি হয় না
রর. তা দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
ররর. এটি মানবজীবনের উদ্দেশ্য নয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৬৭. হেমচন্দ্র কাতরস্বরে বলতে নিষেধ করেছেন-
র. এ জীবন অলীক স্বপ্ন
রর. মানব জনম বৃথা
ররর. এ জীবন শৈবালের নীর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
উৎপল এমন কিছু করতে চায় যার জন্য সে সকলের কাছে সম্মানিত হতে পারবে। তা হওয়ার জন্য সে কখনো সংসার ত্যাগী হওয়ার কথা ভাবে, আবার পরিবার-পরিজনের মায়ায় তাও করতে পারে না। তাই কীভাবে সমাজে মানুষের কাছে বরণীয় হওয়া যায় তা জানার জন্য উৎপল বিভিন্ন মনীষীর
জীবনী পড়ে।
৬৮. উৎপলের মাঝে 'জীবন-সঙ্গীত' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. মহিমা লাভের বাসনা
খ. ভবিষ্যৎ নির্ভরতা
গ. যুদ্ধ করার মানসিকতা
ঘ. মিথ্যা সুখের আশা
উত্তর : ক. মহিমা লাভের বাসনা