একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
১২৯. সমাজকর্মের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে- র) সব সমস্যার বাস্তবমুখী সমাধান রর) সামঞ্জস্য বিধান ররর) উন্নয়ন ক্ষমতার বিকাশ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর ১৩০. ধর্মগোলার কাজ- র) দুর্যোগ মোকাবিলা করা রর) স্বনির্ভর গ্রামীণব্যবস্থা তৈরি করা ররর) মানবসম্পদ উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও রর ১৩১. প্রাক শিল্প যুগে মানুষ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত- র) মানবিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে রর) প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে ররর) ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে এবং ১৩২ ও ১৩৩নং প্রশ্নের উত্তর দাও। জনাব রায়হান সাহেব একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি সর্বদা গরিব অসহায়দের নিঃস্বার্থভাবে ও নিঃশর্তে সাহায্য করে থাকেন। তিনি তার এলাকায় একটি মাদ্রাসা নির্মাণের জন্য একটি জমি দান করেন। ১৩২. জনাব রায়হান সাহেবের গরিব অসহায়দের দানকে কি বলা যায়? ক) জাকাত খ) ওয়াকফ গ) দানশীলতা ঘ) সাহায্য উত্তর : গ) দানশীলতা ১৩৩. মাদ্রাসায় জমি দান কোন ধরনের সাহায্য? ক) জাকাত খ) দেবোত্তর গ) দানশীলতা ঘ) ওয়াকফ উত্তর : ঘ) ওয়াকফ ১৩৪. কোন সামাজিক নিরাপত্তাব্যবস্থায় সেবা গ্রহীতার আইনগত কোনো অধিকার নেই? ক) অবসরভাতা খ) জীবনবীমা গ) সামাজিক সাহায্য ঘ) কল্যাণ তহবিল উত্তর : গ) সামাজিক সাহায্য ১৩৫. বস্নুমার সামাজিক আন্দোলনকে কয় ভাগে ভাগ করেছেন? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে উত্তর : খ) ৩ ভাগে ১৩৬. বেসরকারি পর্যায়ে প্রথম সরাইখানা নির্মাণ করেন? ক) শেরশাহ খ) সম্রাট বাবর গ) সম্রাট আকবর ঘ) সিরাজউদ্দৌলা উত্তর : ক) শেরশাহ ১৩৭. ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে? ক) বেগম রোকেয়া খ) রমেশ চন্দ্র মজুমদার গ) রাজা রামমোহন রায় ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর : গ) রাজা রামমোহন রায় ১৩৮. রাজা রামমোহন রায় কত সালে সতীদাহ বিষয়ক 'প্রবর্তক ও নিবর্তকের সংবাদ' শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন? ক) ১৮১৮ সালে খ) ১৮২০ সালে গ) ১৮২৯ সালে ঘ) ১৮৫৬ সালে উত্তর : ক) ১৮১৮ সালে ১৩৯. সমাজকল্যাণ ও সমাজসেবার মধ্যে সাদৃশ্য হলো উভয়ই- র) মানবকল্যাণ ও মানবসম্পদ উন্নয়নে ব্যাপৃত রর) সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত কার্যক্রম ররর) শুধু প্রশিক্ষণ প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়নের কর্মসূচি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১৪০. ছকের '?' চিহ্নিত স্থানের জন্য উপযুক্ত ব্যক্তি কে? আত্মীয় সভা গঠন সতীদাহ প্রথা উচ্ছেদ? ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা ভারতের আধুনিক যুগের প্রবর্তন ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রাজা রামমোহন রায় গ) বেগম রোকেয়া ঘ) লর্ড বেন্টিঙ্ক উত্তর : খ) রাজা রামমোহন রায়