দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৩৭. 'জীবন-সঙ্গীত কবিতায় কবি কোন কাজ করতে গিয়ে জীবন বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? ক. মহাজ্ঞানীর পথ অনুসরণ করতে গিয়ে খ. সংসার সমরাঙ্গন মাঝে গ. বাহ্যদৃশ্যে মগ্ন হতে গিয়ে ঘ. ভবিষ্যৎ সুখের চিন্তা করতে গিয়ে উত্তর : খ. সংসার সমরাঙ্গন মাঝে ৩৮. 'দারা' শব্দের অর্থ কী? ক. দিয়ে খ. স্ত্রী গ. কন্যা ঘ. জীবন উত্তর :খ. স্ত্রী ৩৯. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি 'বাহ্যদৃশ্যে' বলতে কী বুঝিয়েছেন? ক. সংসারের রূপে খ. মহাজ্ঞানীদের পথে গ. মানবজীবনের বাইরের চিন্তায় ঘ. বাইরের জগতের চাকচিক্যময় রূপে উত্তর : ঘ. বাইরের জগতের চাকচিক্যময় রূপে ৪০. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি জীবাত্মা বলতে কী বুঝিয়েছেন? ক. মহাজ্ঞানীদের আত্মা খ. মানুষের আত্মা গ. প্রাণীদের আত্মা ঘ. সংসারী লোকের আত্মা উত্তর :খ. মানুষের আত্মা ৪১. 'অনিত্য' শব্দের অর্থ কী? ক. নতুন খ. পুরাতন গ. স্থায়ী ঘ. অস্থায়ী উত্তর :ঘ. অস্থায়ী ৪২. 'আকিঞ্চন' শব্দের অর্থ কী? ক. চেষ্টা খ. অর্জন গ. আগ্রহ ঘ. কাজ উত্তর :ক. চেষ্টা ৪৩. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন? ক. মহাজ্ঞানীদের পথকে খ. বাহ্যদৃশ্যকে গ. মানুষের জীবনকে ঘ. ভবিষ্যৎকে উত্তর : গ. মানুষের জীবনকে ৪৪. 'বীর্যবান' শব্দের অর্থ কী? ক. শক্তিমান খ. মহাজন গ. সংসারী লোক ঘ. যোদ্ধা উত্তর : ক. শক্তিমান ৪৫. 'মহিমা' শব্দের অর্থ কী? ক. জগৎ খ. সংকল্প গ. গৌরব ঘ. সাফল্য উত্তর :গ. গৌরব ৪৬. 'প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কী? ক. প্রাথমিকভাবে স্মরণীয় খ. সকালবেলায় স্মরণ গ. স্মরণ করার অযোগ্য ঘ. মহাজ্ঞানী ও মহাজন উত্তর : খ. সকালবেলায় স্মরণ ৪৭. 'ধ্বজা' শব্দের অর্থ কী? ক. খুঁটি খ. দুর্বল গ. পতাকা ঘ. অবলম্বন উত্তর : গ. পতাকা ৪৮. 'জীবন-সঙ্গীত' কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে? ক. জন কিটস খ. জর্জ বার্নাডশ গ. শেলি ঘ. হেনরি লংফেলো উত্তর :ঘ. হেনরি লংফেলো ৪৯. 'জীবন-সঙ্গীত' কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? ক. অ চংধষস ড়ভ খরভব খ. ঈধঢ়ঃরাব খধফু গ. খরভব ড়ভ ডধৎ ঘ. ঞড়ঁৎ ড়ভ খরভব উত্তর : ক. অ চংধষস ড়ভ খরভব ৫০. উপেন সংসার জীবনে অতিষ্ঠ হয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরছে। উপেনের ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? ক. উপেন ভবের উন্নতি করেছে খ. উপেন বাহ্যদৃশ্যে ভুলেছে গ. উপেন মহিমা লাভের পথে চলেছে ঘ. উপেন প্রাতঃস্মরণীয় হবে উত্তর : খ. উপেন বাহ্যদৃশ্যে ভুলেছে ৫১. রায়হান সংসারের প্রতি খুবই মনোযোগী। সে কোনো কাজ কারও জন্য ফেলে রাখে না। তার কাজে কোনটি ঘটবে? ক. ভবের উন্নতি খ. আত্মিক মুক্তি গ. মহিমা লাভ ঘ. সংকল্প সাধন উত্তর : ক. ভবের উন্নতি ৫২. 'জীবন-সঙ্গীত' কবিতার কবির মতে বলা উচিত নয়- র. বৃথা জন্ম এ সংসারে রর. তুমি কার কে তোমার ররর. জীবাত্মা অনিত্য নয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫৩. কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। কারণ- র. এতে প্রাতঃস্মরণীয় হওয়া যায় না রর. এতে ভবের উন্নতি হয় ররর. এতে জীবনের উদ্দেশ্য অর্জন হয় না নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ৫৪. চেষ্টা করলে মহিমা অর্জন হবেই, কেননা- র. সময় মহিমা অর্জনে সাহায্য করে রর. জীবাত্মা অনিত্য হয় না ররর. মহাজ্ঞানীরা এভাবেই মহিমা অর্জন করেছেন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. রর ও ররর ৫৫. মানব জনম অত্যন্ত মূল্যবান। কারণ- র. মানুষের আয়ু ক্ষণস্থায়ী রর. মানুষ একবারই জীবন লাভ করে ররর. এ জীবনে সকলেই মহিমা লাভ করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ৫৬. জীবনের উদ্দেশ্য নয়- র. সংসারে সংসারী সাজা রর. মিথ্যে সুখের আশা করা ররর. বৈরাগ্য লাভ করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :গ. রর ও ররর ৫৭. ভবের উন্নতি হয়- র. বাহ্যদৃশ্যে ভুললে রর. সংসারে সংসারী সাজলে ররর. নিত্য নিজের কাজ করলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :গ. রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়