প্রশ্ন:বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে বরাদ্দ-
উত্তর:২ লাখ ৬৩ হাজার কোটি টাকা
প্রশ্ন:২৩-২৪ বাজেট অনুযায়ী সরকারের সম্ভাব্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর:৫ লাখ হাজার কোটি টাকা
প্রশ্ন:ঘাটটিতে বাজেটের আকার কত?
উত্তর:২, ৬১, ৭৮৫ (দুই লাখ একষট্রি হাজার সাতশত পঁচাশি) কোটি টাকা
প্রশ্ন:চরম দারিদ্র্যের হার কত?
উত্তর:৫.৬%।
প্রশ্ন:জিডিপিতে খাতওয়ারি অবদানের হার-
উত্তর:কৃষি- ১১.২০%
শিল্প- ৩৭.৫৬%
সেবা- ৫১.২৪%।
প্রশ্ন:বাজেট বরাদ্দ কোন খাতে কত টাকা?
উত্তর:শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ- ১,০৪,১৩৯ কোটি টাকা
সুদ পরিশোধে বরাদ্দ- ৯৪,৪৪১
পরিবহন ও যোগাযোগ খাতে- ৮৬, ২০৮
স্থানীয় সরকার ও পলস্নী উনয়ন- ৪৯,৩৪২
স্বাস্থ্য খাতে বরাদ্দ- ৩৮,০৫০
সামাজিক কল্যাণ ও নিরাপত্তা- ৩৫,৩৩৫
প্রতিরক্ষা খাতে বরাদ্দ ু ৩৪,৯২২
জ্বালানি ও বিদু্যৎ ু ৩৪,৮১৯
পেনশন ও গ্র্যাচুইটি- ৩২,৮৬৯
জনশৃঙ্খলা ও নিরাপত্তা- ৩১, ০০৮
কৃষি- ২৬,১৭০
প্রশ্ন:রাজস্ব আয় কোন খাত থেকে কত টাকা?
উত্তর:আয় ও মুনাফা থেকে কর (১,৫৩,২৬০ কোটি টাকা)
সম্পূরক শুল্ক (৬০,৭০৩ কোটি টাকা)
কর ব্যতীত রাজস্ব (৫০,০০০ কোটি টাকা)
আমদানি শুল্ক (৪৬,০১৫ কোটি টাকা)
এনবিআরের বাইরের কর (২০,০০০ কোটি টাকা)
এনবিআরের অন্যান্য আদায় (৬,১৮৫ কোটি টাকা)
প্রশ্ন:বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা কত?
উত্তর:৩ লাখ ৫০ হাজার টাকা
প্রশ্ন:নারী ও ৬৫ ঊর্ধ্বদের জন্য করমুক্ত আয়ের সীমা কত?
উত্তর:৪ লাখ টাকা
প্রশ্ন:যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য করমুক্ত আয়ের সীমা কত?
উত্তর:৫ লাখ টাকা