বেরোবিতে সেমিনার

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ভবন-৩ এর কেন্দ্রীয় পরীক্ষা হলে ৫ মার্চ সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. হাসিবুর রশীদ। বেরোবি উপ-উপাচার্য ও যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরি বিষয়ক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনারের সভাপতিত্বে ওই সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর জায়েদা শারমিন এবং স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও বেরোবি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর বিজন মোহন চাকী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. আয়শা ছিদ্দিকা।