দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন? ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর গ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঘ. রাজা রামমোহন রায়ের উত্তর :খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর ১২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন? ক. খিদিরপুর বাংলা স্কুল খ. সংস্কৃত কলেজ গ. হিন্দু কলেজ ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর :গ. হিন্দু কলেজ ১৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? ক. ১৮৫৫ সালে খ. ১৮৫৭ সালে গ. ১৮৫৯ সালে ঘ. ১৮৬১ সালে উত্তর :গ. ১৮৫৯ সালে ১৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? ক. সংস্কৃত কলেজ খ. হিন্দু কলেজ গ. আলীগড় বিশ্ববিদ্যালয় ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর : ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় ১৫. মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন? ক. বঙ্গলাল বন্দ্যোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর :ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী? ক. মেঘনাদবধ খ. মহাশ্মশান গ. বৃত্রসংহার ঘ. আশাকানন উত্তর :গ. বৃত্রসংহার ১৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় রচিত? ক. বৃত্রসংহার খ. ছায়াময়ী গ. চিন্তাতরঙ্গিনী ঘ. আশাকানন উত্তর :ক. বৃত্রসংহার ১৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯০১ সালে খ. ১৯০২ সালে গ. ১৯০৩ সালে ঘ. ১৯০৪ সালে উত্তর :গ. ১৯০৩ সালে ১৯. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন? ক. বৃথা জন্ম এ সংসারে খ. সময় কাহারো নয় গ. সংসারে সংসারী সাজ ঘ. জীবাত্মা অনিত্য নয় উত্তর : ক. বৃথা জন্ম এ সংসারে ২০. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন? ক. সকলি ঘুচায় কাল খ. জীবাত্মা অনিত্য নয় গ. তুমি কার কে তোমার ঘ. মানব-জনম সার উত্তর :গ. তুমি কার কে তোমার ২১. 'জীব করো না ক্রন্দন' এখানে 'জীব' বলতে কবি কী বুঝিয়েছেন? ক. প্রাণী খ. মানুষ গ. পশুপাখি ঘ. জীবন উত্তর :খ. মানুষ ২২. কবি কীসে ভুলতে নিষেধ করেছেন? ক. সংসারে খ. পরিবারে গ. সুখে ঘ. বাহ্যদৃশ্যে উত্তর :ঘ. বাহ্যদৃশ্যে ২৩. কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন? ক. জীবাত্মাকে খ. পরিবারকে গ. সংসারকে ঘ. মহিমাকে উত্তর :ক. জীবাত্মাকে ২৪. "ওহে জীব কর আকিঞ্চন" এখানে 'আকিঞ্চন' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অর্জন অর্থে খ. মহিমা অর্থে গ. উদ্দেশ্য অর্থে ঘ. চেষ্টা অর্থে উত্তর :ঘ. চেষ্টা অর্থে ২৫. কবি সংসারে কী করতে বলেছেন? ক. সংসারী সাজতে খ. বৈরাগী হতে গ. বিরক্ত হতে ঘ. অলস হতে উত্তর :ক. সংসারী সাজতে ২৬. কী করলে ভবের উন্নতি হয়? ক. ভবিষ্যতে নির্ভর করলে খ. অতীত চিন্তা করলে গ. নিত্য নিজ কাজ করলে ঘ. চিন্তা করে কাতর হলে উত্তর : গ. নিত্য নিজ কাজ করলে ২৭. 'বেগে ধায় নাহি রহে স্থির'- কী? ক. সময় খ. সুখের দিন গ. মহিমা ঘ. নিশার স্বপন উত্তর :ক. সময় ২৮. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে? ক. সময়কে খ. আয়ুকে গ. সংসারকে ঘ. বাহ্যদৃশ্যকে উত্তর :খ. আয়ুকে ২৯. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? ক. ঘরের বাইরে খ. পরিবারে গ. সংসার সমরাঙ্গনে ঘ. ভবিষ্যৎ চিন্তায় উত্তর :গ. সংসার সমরাঙ্গনে ৩০. 'জীবন-সঙ্গীত' কবিতা অনুসারে কী করলে জয় হবে? ক. ভয় পেলে খ. সুখের আশা করলে গ. যত্ন করলে ঘ. বাহ্যদৃশ্য ভুললে উত্তর :গ. যত্ন করলে ৩১. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ? ক. মহাজ্ঞানী খ. সময় গ. জীবাত্মা ঘ. মহিমা উত্তর :ঘ. মহিমা ৩২. কবি কীসে নির্ভর করতে নিষেধ করেছেন? ক. সময়ে খ. ভবিষ্যতে গ. পরিবারে ঘ. বাহ্যদৃশ্যে ভুললে উত্তর :খ. ভবিষ্যতে ৩৩. কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন? ক. সংসারের উন্নতি খ. অতীত সুখের দিন গ. ভবের উন্নতি ঘ. মহাজ্ঞানীদের পথ উত্তর :খ. অতীত সুখের দিন ৩৪. কারা প্রাতঃস্মরণীয়? ক. মহাজ্ঞানীরা খ. সংসারীরা গ. বৈরাগীরা ঘ. ভবিষ্যতে নির্ভরকারীরা উত্তর :ক. মহাজ্ঞানীরা ৩৫. আমরা কোন পথ লক্ষ্য করে বরণীয় হব? ক. ভবিষ্যতে নির্ভরকারীদের পথ খ. সংসারী মানুষের পথ গ. সংসার ত্যাগীদের পথ ঘ. মহাজ্ঞানীদের পথ উত্তর :ঘ. মহাজ্ঞানীদের পথ ৩৬. আমরা কীভাবে সংকল্প সাধন করব? ক. ভবিষ্যতে নির্ভর করে খ. অতীত সুখের চিন্তা করে গ. নিজ নিজ কাজে রত হয়ে ঘ. বৈরাগ্য গ্রহণ করে উত্তর :গ. নিজ নিজ কাজে রত হয়ে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়