বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

লিওনেল আন্দ্রেস "লিও" মেসি জন্ম:২৪ জুন ১৯৮৭ তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়। যিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আক্রমণভাগে খেলেন, বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। মেসি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত।
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন: ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর:কামপালা, উগান্ডা

প্রশ্ন: ঙচঊঈ-এর বর্তমান সদস্য কতটি দেশ?

উত্তর:১২টি

প্রশ্ন:তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (খঘএ) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর:যুক্তরাষ্ট্র

প্রশ্ন:এঋচ'র ২০২৩ সালের সামরিক শক্তির্ যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর:৩৭তম

প্রশ্ন:ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর:যুক্তরাষ্ট্র

প্রশ্ন:২০২৩ সালের 'ফিফা সেরা পুরুষ খেলোয়াড়' নির্বাচিত হন কে?

উত্তর:লিওনেল মেসি (আর্জেন্টিনা)

প্রশ্ন:ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন?

উত্তর:জার্মানি

প্রশ্ন:'লিবেরো' শব্দটি কোন খেলার সঙ্গে সম্পৃক্ত?

উত্তর:ভলিবল ও ফুটবল

প্রশ্ন:এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তর:কাতার

প্রশ্ন:এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তর:কাতার

প্রশ্ন:২০২৩-২৪ এর বাজেট ঘোষণা করেন কে?

উত্তর:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

প্রশ্ন: ২৩-২৪ বাজেট ঘোষণা করা হয় কত তারিখে?

উত্তর:১ জুন, ২০২২

প্রশ্ন: ২০২৩-২৪ এর বাজেট বাংলাদেশের কততম বাজেট?

উত্তর:৫২তম

প্রশ্ন:২৩-২৪ বাজেটের আকার-

উত্তর:৭, ৬১, ৭৮৫ (সাত লাখ একষট্রি হাজার সাতশত পঁচাশি) কোটি টাকা

প্রশ্ন:২৩-২৪ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?

উত্তর:৭.৫%

প্রশ্ন:২৩-২৪ বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়-

উত্তর:৬%

প্রশ্ন: মোট জিডিপি হবে-

উত্তর: ৪৪, ৩৯, ২৭৩ (চুয়ালিস্নশ লাখ উনচলিস্নশ হাজার দুইশত তিয়াত্তর) কোটি টাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে