দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মানুষ
২৮। কী দেখে আকুল পূজারি ভজনালয় খুলল?
ক. স্বপন খ. দেবীর
গ. মুসাফির ঘ. পথিক
উত্তর:ক. স্বপন
২৯। কবি 'মানুষ' কবিতায় কিসের গান গেয়েছেন?
ক. স্রষ্টার খ. দেবীর
গ. সাম্যের ঘ. ধর্মের
উত্তর:গ. সাম্যের
৩০। কবি কিসের মধ্যে কোনো ভেদ খুঁজে পান না?
ক. দেশ-কাল-পাত্র খ. মসজিদ
গ. ধনী-দরিদ্র ঘ. মোলস্না-পুরোহিত
উত্তর:ক. দেশ-কাল-পাত্র
৩১। কার বলে আজ রাজাটাজা হয়ে যাবে বলে পুরোহিত ভেবেছিল?
ক. গুরুজনের খ. মা-বাবার
গ. দেবতার ঘ. ভাগ্যের
উত্তর:গ. দেবতার
৩২। 'মানুষ' কবিতায় পথিকের বস্ত্র কি রূপ ছিল?
ক. ছেঁড়া খ. জীর্ণ
গ. শীর্ণ ঘ. নতুন
উত্তর:খ. জীর্ণ
৩৩। 'মানুষ' কবিতায় পথিকের গাত্র কেমন?
ক. জীর্ণ খ. শীর্ণ
গ. ক্ষীণ ঘ. মলিন
উত্তর:খ. শীর্ণ
৩৪। 'মানুষ' কবিতায় পথিক কয় দিনের অনাহারি?
ক. চার দিনের খ. পাঁচ দিনের
গ. ছয় দিনের ঘ. সাত দিনের
উত্তর:ঘ. সাত দিনের
৩৫। মন্দিরের দরজা বন্ধ করেছিল কে?
ক. দারোয়ান খ. পূজারি
গ. পুরোহিত ঘ. ঠাকুর
উত্তর: গ. পুরোহিত
৩৬। ভুখারি ফিরে যায় কেন?
ক. পুরোহিত দরজা বন্ধ করায়
খ. পুরোহিত বকাঝকা করায়
গ. পুরোহিত ভাগাড়ে গিয়ে মরতে বলায়
ঘ. পুরোহিত খাবার না দেওয়ায়
উত্তর: ক. পুরোহিত দরজা বন্ধ করায়
৩৭। মোলস্না সাহেব মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছিল?
ক. গোরস্তানে খ. শ্মশানে
গ. ভাগাড়ে ঘ. নর্দমায়
উত্তর:গ. ভাগাড়ে
৩৮। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
ক. ৬০ খ. ৭০
গ. ৮০ ঘ. ৯০
উত্তর:গ. ৮০
৩৯। মসজিদ-মন্দিরে কার দাবি নেই?
ক. মোলস্নার খ. পুরোহিতের
গ. মানুষের ঘ. দেবতার
উত্তর:গ. মানুষের
৪০। কারও কারও মতে কালাপাহাড়ে কোন সম্প্রদায় ছিল?
ক. ক্ষত্রিয় খ. শূদ্র
গ. ব্রাহ্মণ ঘ. বৈশ্য
উত্তর:খ. শূদ্র
'জীবন-সঙ্গীত'
১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কীসের সাথে তুলনা করেছেন?
ক. নদীর জল খ. পুকুরের জল
গ. শৈবালের নীর ঘ. ফটিক জল
উত্তর : গ. শৈবালের নীর
২. কবি 'সংসারে সমরাঙ্গনে' বলতে কী বুঝিয়েছেন?
ক. যুদ্ধক্ষেত্রকে খ. জীবনযুদ্ধকে
গ. প্রতিরোধযুদ্ধকে ঘ. অস্তিত্বকে
উত্তর :খ. জীবনযুদ্ধকে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম প্রথম লাভ পান। এক সময় তার ব্যবসায়ে মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করেন।
৩. উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী?
ক. যশোদ্ধার
খ. অমরত্ব লাভ
গ. সংসার সমরাঙ্গনে টিকে থাকা
ঘ. বরণীয় হওয়া
উত্তর : গ. সংসার সমরাঙ্গনে টিকে থাকা
৪. অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো-
ক. সাহস খ. সংগ্রাম
গ. আত্মবিশ্বাস ঘ. সংকল্প
উত্তর :গ. আত্মবিশ্বাস
৫. 'জীবন-সঙ্গীত' কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৩৬ সালে খ. ১৮৩৭ সালে
গ. ১৮৩৮ সালে ঘ. ১৮৩৯ সালে
উত্তর : গ. ১৮৩৮ সালে
৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মেদিনীপুর খ. হুগলি
গ. পশ্চিমবঙ্গ ঘ. বর্ধমান
উত্তর :খ. হুগলি
৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. হরিহর বন্দ্যোপাধ্যায়
খ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ. মহানন্দা বন্দ্যোপাধ্যায়
উত্তর :খ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন?
ক. এলাকা ছেড়ে চলে যাওয়ায়
খ. স্কুল থেকে বিতাড়িত হওয়ায়
গ. আর্থিক সংকটের কারণে
ঘ. পরিবারের অনীহায়
উত্তর :গ. আর্থিক সংকটের কারণে
১০. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর্থিক সংকটে পড়েন কোথায় পড়াশোনার সময়?
ক. হিন্দু কলেজে
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ. কলকাতা খিদিরপুর বাংলা স্কুলে
ঘ. কলকাতা সংস্কৃত কলেজে
উত্তর : গ. কলকাতা খিদিরপুর বাংলা স্কুলে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়