জানার আছে অনেক কিছু
মতিয়া চৌধুরী জন্ম : ৩০ জুন ১৯৪২ পিরোজপুরে জন্মগ্রহণকারী বিশিষ্ট বাংলাদেশি নারী রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:৮১তম 'গোল্ডেন গেস্নাব' জয়ী চলচ্চিত্র-
উত্তর:'ওপেনহেইমার'।
প্রশ্ন:ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড-২০২৪ জয়ী চলচ্চিত্র-
উত্তর:ওপেনহেইমার
(পরিচালক:ক্রিস্টোফার নোলান)।
প্রশ্ন:২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?
উত্তর: হস্তশিল্পজাত পণ্য
প্রশ্ন: ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (এও) কয়টি?
উত্তর: ২১টি
প্রশ্ন: ৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম এও পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে?
উত্তর: কুষ্টিয়ার তিলের খাজা
প্রশ্ন:ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কী?
উত্তর:কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস
প্রশ্ন:বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়?
উত্তর:লিং পেগ
প্রশ্ন:দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা কে?
উত্তর:বেগম মতিয়া চৌধুরি
প্রশ্ন: বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত?
উত্তর:৩৭ জন
প্রশ্ন: বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন?
উত্তর:৪ জন
প্রশ্ন:বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন?
উত্তর:২ জন
প্রশ্ন:দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'আয়ুনজীন' দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর:ফিলিপাইন
প্রশ্ন:বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু হয়?
উত্তর:ক্যামেরুন
প্রশ্ন:চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর পঞ্চম দেশ কোনটি?
উত্তর:জাপান
প্রশ্ন:তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর:লাই চিং তে
প্রশ্ন:ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর:গ্যাব্রিয়েল আতাল
প্রশ্ন:ডেনমার্কের বর্তমান রাজা কে?
উত্তর:দশম ফ্রেডেরিক
প্রশ্ন: ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৬-১৮ ফেব্রম্নয়ারি ২০২৪