প্রশ্ন:৮১তম 'গোল্ডেন গেস্নাব' জয়ী চলচ্চিত্র-
উত্তর:'ওপেনহেইমার'।
প্রশ্ন:ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড-২০২৪ জয়ী চলচ্চিত্র-
উত্তর:ওপেনহেইমার
(পরিচালক:ক্রিস্টোফার নোলান)।
প্রশ্ন:২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?
উত্তর: হস্তশিল্পজাত পণ্য
প্রশ্ন: ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (এও) কয়টি?
উত্তর: ২১টি
প্রশ্ন: ৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম এও পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে?
উত্তর: কুষ্টিয়ার তিলের খাজা
প্রশ্ন:ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কী?
উত্তর:কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস
প্রশ্ন:বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়?
উত্তর:লিং পেগ
প্রশ্ন:দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা কে?
উত্তর:বেগম মতিয়া চৌধুরি
প্রশ্ন: বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত?
উত্তর:৩৭ জন
প্রশ্ন: বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন?
উত্তর:৪ জন
প্রশ্ন:বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন?
উত্তর:২ জন
প্রশ্ন:দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'আয়ুনজীন' দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর:ফিলিপাইন
প্রশ্ন:বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু হয়?
উত্তর:ক্যামেরুন
প্রশ্ন:চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর পঞ্চম দেশ কোনটি?
উত্তর:জাপান
প্রশ্ন:তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর:লাই চিং তে
প্রশ্ন:ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর:গ্যাব্রিয়েল আতাল
প্রশ্ন:ডেনমার্কের বর্তমান রাজা কে?
উত্তর:দশম ফ্রেডেরিক
প্রশ্ন: ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৬-১৮ ফেব্রম্নয়ারি ২০২৪