বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৭৪। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?

(ক) লাশের ওপর

(খ) খাবারের ওপর

(গ) পিতা-মাতার লাশের ওপর

(ঘ) রাস্তার ওপর

সঠিক উত্তর : (গ) পিতা-মাতার লাশের ওপর

৭৫। উক্ত কবিতায় 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা' চরণটি কতবার ব্যবহৃত হয়েছে?

(ক) ৩ বার (খ) ৪ বার

(গ) ৫ বার (ঘ) ৬ বার

সঠিক উত্তর : (গ) ৫ বার

৭৬। 'অপরাহ্ন' শব্দের আভিধানিক অর্থ হলো-

(ক) সকাল (খ) সন্ধ্যা

(গ) বিকাল (ঘ) রাত

সঠিক উত্তর : (গ) বিকাল

৭৭। কবি শামসুর রাহমানের কাব্যধারায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে?

(ক) মধ্যযুগের (খ) অতি আধুনিক

(গ) পুরাতন (ঘ) প্রাচীন

সঠিক উত্তর : (খ) অতি আধুনিক

৭৮। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়'-এই চরণ শেষে যে চিহ্নটি ব্যবহৃত হয়েছে-

(ক) ! (খ)।

(গ) ? (ঘ) ;

সঠিক উত্তর : (গ) ?

৭৯। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার শেষ লাইনটি হলো-

(ক) 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা'

(খ) 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা'

(গ) 'সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা'

(ঘ) 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।'

সঠিক উত্তর : (ঘ) 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।'

৮০। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার প্রেক্ষাপট কোন সালের প্রতি

ইঙ্গিত করে?

(ক) ১৯৫২ (খ) ১৯৬৬

(গ) ১৯৭১ (ঘ) ১৯৪৭

সঠিক উত্তর : (গ) ১৯৭১

৮১। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে?

(ক) সংগ্রামী মানুষের চেতনা

(খ) স্বাধীনতার শক্তি ও সৌন্দর্য

(গ) মুক্তিযুদ্ধের চেতনা

(ঘ) বাঙালির বীরত্ব

সঠিক উত্তর : (গ) মুক্তিযুদ্ধের চেতনা

৮২। 'রক্তগঙ্গায়', 'খন্ডদাহন', 'ভগ্নস্তূপ', 'আর্তনাদ' ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহৃত কবিতাটি হলো-

(ক) মানুষ

(খ) ঝর্ণার গান

(গ) পলস্নীজননী

(ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

সঠিক উত্তর : (ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

৮৩। 'ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।' এর মধ্য দিয়ে প্রকাশ পায়-

(ক) দেশপ্রেম (খ) আক্রমণাত্মক ভাব

(গ) পাকিস্তানিদের বর্বরতা (ঘ) বাঙালির পরাজয়

সঠিক উত্তর : (গ) পাকিস্তানিদের বর্বরতা

৮৪। 'একটি নতুন পৃথিবীর জয় হতে চলেছে'-এর দ্বারা বোঝানো হয়েছে-

(ক) মুক্তিযুদ্ধকে

(খ) বাংলাদেশের স্বাধীনতাকে

(গ) মুক্তিযুদ্ধের চেতনাকে

(ঘ) নবজাগরণকে

সঠিক উত্তর : (খ) বাংলাদেশের স্বাধীনতাকে

৮৫। 'মোলস্নাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে

নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।'

যে দিকটির প্রতি ইঙ্গিত বহন করে-

(ক) স্বাধীনতার প্রতীক্ষা (খ) হতাশা

(গ) দুঃখকাতরতা (ঘ) অনুরাগ

সঠিক উত্তর : (ক) স্বাধীনতার প্রতীক্ষা

৮৬। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'তেজি তরুণ' কোন চরিত্রটির সঙ্গে সমর্থনযোগ্য?

(ক) হানাদার বাহিনী (খ) তরুণ মুক্তিযোদ্ধা

(গ) সেনাবাহিনী (ঘ) রাজাকার

সঠিক উত্তর : (খ) তরুণ মুক্তিযোদ্ধা

মানুষ

১. বর অর্থ কী?

ক. স্বামী খ. বরণ করা

গ. আশীর্বাদ ঘ. ভার

উত্তর: গ. আশীর্বাদ

২. তেরিয়া অর্থ-

র. উদ্ধতভাবে রর. উগ্রভাবে ররর. ক্রুদ্ধভাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৩. মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. সাম্যবাদী খ. রিক্তের বেদন

গ. শিউলিমালা ঘ. কুহেলিকা

উত্তর: ক. সাম্যবাদী

৪. নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

ক. স্বার্থহীন মানসিকতা

খ. ধর্মের জন্য জীবন বাজি রাখা

গ. বিভিন্ন জাতি ও ধর্মের মাঝে তুলনা

ঘ. জাতধর্মের ভেদাভেদহীনতা

উত্তর: ঘ. জাতধর্মের ভেদাভেদহীনতা

৫. কী দেখে পূজারি ভজনালয় খুলল?

ক. দেবতা খ. ভিক্ষুক

গ. স্বপন ঘ. রাজা

উত্তর: গ. স্বপন

৬. ভজনালয়ের মিনারে চড়ে ভন্ড কীসের জয়গান গায়?

ক. অধর্মের খ. স্বার্থের

গ. অসাম্যের ঘ. লোভের

উত্তর: খ. স্বার্থের

৭. 'আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভু।' কবিতার এ চরণে প্রকাশ পায়-

র. ঈশ্বরের মহানুভবতা

রর. ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা

ররর. ঈশ্বরের প্রতি অভিযোগ

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. র ও রর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে