ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ১ মার্চ নবীনবরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মিঠুন কুমার সাহার সঞ্চালনায় কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবদুল বাছির, বিভাগের অধ্যাপক ডক্টর নূরুল হুদা আবুল মনসুর, নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর প্রদীপ চাঁন দুগার, ছাত্র উপদেষ্টা ফোরকান আহমেদ এবং আঞ্জুমান মফিদুল ইসলামের ভাইস-প্রেসিডেন্ট মো. আজিম বক্স
বক্তব্য রাখেন।