বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮৩. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও - বৃদ্ধি।

উত্তর :গুণগতমান

৮৪. - ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে।

উত্তর :দক্ষ জনসম্পদের

৮৫. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান -।

উত্তর :শিক্ষা

৮৬. দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও - প্রয়োজন।

উত্তর :বাস্তবায়ন

৮৭. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে -।

উত্তর :বস্ত্র

৮৮. আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ - করতে হবে।

উত্তর :বৃদ্ধি

৮৯. শহরে আসা - মানুষ মানবেতর জীবনযাপন করছে।

উত্তর :ছিন্নমূল

৯০. কোনো স্থানের ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে - বলে।

উত্তর :আবহাওয়া

৯১. দুর্যোগ একটি - পরিস্থিতি।

উত্তর :মারাত্মক

৯২. বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার -।

উত্তর :পিছিয়ে পড়ে

৯৩. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা -।

উত্তর :অনাবৃষ্টি

৯৪. পরিবেশ বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের - সমুদ্রতলে তলিয়ে যাবে।

উত্তর :২০ শতাংশ এলাকা

৯৫. বন্যার সময় - রোগ বেশি হয়।

উত্তর :পানিবাহিত

৯৬. পানিবাহিত রোগগুলো ডায়রিয়া, আমাশয় -।

উত্তর :চর্মরোগ ইত্যাদি

৯৭. জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চলে বায়ুর প্রবণতা -।

উত্তর :উত্তপ্ত হয়

৯৮. বাংলাদেশের - বেশির ভাগ মানুষ বৃষ্টির পানির ওপর নির্ভরশীল।

উত্তর :উত্তরাঞ্চলের

৯৯. খরার কারণে - ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা রোগ দেখা দেয়।

উত্তর : জ্বর

১০০. ভূমিকম্পের সময় - বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হয়।

উত্তর : কাঠের টেবিল

১০১. ভূমিকম্পের সময় পুরোপুরি - থাকতে হয়।

উত্তর : শান্ত

১০২. খরার ফলে গবাদিপশুর - দেখা দেয়।

উত্তর : খাদ্য সংকট

১০৩. - দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

উত্তর : মানবসৃষ্ট

১০৪. মানবাধিকার মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ ও সুবিধা পাওয়ার -।

উত্তর : অধিকার

১০৫. ১৯৪৮ সালের - জাতিসংঘে মানবাধিকারসংক্রান্ত ঘোষণাপত্রটি অনুমোদন লাভ করে।

উত্তর : ১০ ডিসেম্বর

১০৬. মানবাধিকার মানুষের - ভালোভাবে গড়ে তুলতে করতে সাহায্য করে।

উত্তর : জীবনকে

১০৭. সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য - বাস্তবায়ন প্রয়োজন।

উত্তর : মানবাধিকারের

১০৮. আমাদের সমাজে - খাদ্য, মজুরি, চাকরির ক্ষেত্রে নারী - পুরুষের বৈষম্য করা হয়।

উত্তর : শিক্ষা

১০৯. মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের বিভিন্ন কাজে - করা উচিত।

উত্তর : অংশগ্রহণ

১১০. - শিশুরা অন্যদের মতো হইচই না করে একা একা থাকতে চায়।

উত্তর : অটিস্টিক

১১১. অটিজম - সমস্যা।

উত্তর : বিকাশগত

১১২. - মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।

উত্তর : শিক্ষার

১১৩. যে সব শিশুর আচরণে - নামক একটি বিকাশগত সমস্যা দেখা যায় তাদের অটিস্টিক শিশু বলা হয়।

উত্তর : অটিজম

১১৪. বেগম রোকেয়া - জেলায় জন্মগ্রহণ করেন।

উত্তর : রংপুর

১১৫. বেগম রোকেয়া - সালে মৃতু্যবরণ করেন।

উত্তর : ১৯৩২

১১৬. প্রতি বছর - রোকেয়া দিবস পালন করা হয়।

উত্তর : ৯ ডিসেম্বর

১১৭. ক্লারা জেটকিন হলেন - সমাজতাত্ত্বিক।

উত্তর : জার্মান

১১৮. যৌতুকের জন্য নারীরা - হচ্ছেন।

উত্তর : নির্যাতিত

১১৯. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় - প্রতিরোধে কাজ করে।

উত্তর : নারী নির্যাতন

১২০. সমাজের প্রকৃত উন্নয়নে - উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উত্তর : নারী-পুরুষ

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে