দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
৪০. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটি কে?
\হক) হরিশংকর জলদাস খ) নিত্যানন্দ দাস
\হগ) কেষ্ট দাস ঘ) নিত্য দাস
\হসঠিক উত্তর : গ) কেষ্ট দাস
\হ৪১. সনাতন ধর্মে সিঁথির সিঁদুর মুছে ফেলা হয় কেন?
\হক) স্বামী সমুদ্র পাড়ি দিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে
\হখ) স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে
\হগ) স্বামী প্রবাসে গেলে প্রোষিতভর্তৃকার পরিচয় হিসেবে
\হঘ) স্বামী যুদ্ধে গেলে বীরাঙ্গনার লক্ষণ হিসেবে
\হসঠিক উত্তর : খ) স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে
\হ৪২. কবিতার বিষয় ও উপাদানে শামসুর রাহমান কী কেন্দ্রিক?
\হক) গ্রামকেন্দ্রিক খ) শহরকেন্দ্রিক
\হগ) রাজনীতিকেন্দ্রিক ঘ) পুঁজিবাদকেন্দ্রিক
\হসঠিক উত্তর : খ) শহরকেন্দ্রিক
\হ৪৩. 'মেশিনগান খই ফোটাল' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
\হক) ব্যাপক মানুষ হত্যা করল
\হখ) খইয়ের মতো সাদা অবস্থা
\হগ) ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে এলো
\হঘ) ব্যাপক গোলাবারুদ জড়ো হলো
\হসঠিক উত্তর : ক) ব্যাপক মানুষ হত্যা করল
\হ৪৪. নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?
\হক) বাঘের গর্জন খ) মহিষের শিং
\হগ) পশুর চামড়া ঘ) হরিণের হাড়
\হসঠিক উত্তর :ঘ) হরিণের হাড়
\হ৪৫. কুকুরটির প্রভুর বা বাস্তুভিটা কোথায়?
\হক) বিধ্বস্ত পাড়ায় খ) শাহবাজপুরে
\হগ) বনে-জঙ্গলে ঘ) মোলস্নাবাড়িতে
\হসঠিক উত্তর :ক) বিধ্বস্ত পাড়ায়
\হ৪৬. স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সাথে উজাড় হলো-
\হক) বিশ্ববিদ্যালয় খ) দোকানপাট
\হগ) বস্তি ঘ) মাদ্রাসা
\হসঠিক উত্তর : গ) বস্তি
\হ৪৭. 'তুমি আসবে বলে বিধ্বস্ত প্রভুর বাস্তুভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর'- 'বিধ্বস্ত পাড়ায়' এ বাক্যাংশে যে চিত্র প্রকাশ পেয়েছে, তা হলো-
র. ধ্বংসচিত্র রর. জলন্ত গ্রাম ররর. প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
\হক) র ও রর খ) রর ও ররর
\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর
\হসঠিক উত্তর : ক) র ও রর
\হ৪৮. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি দৃঢ়তার সঙ্গে যা উচ্চারণ করেন, তা হলো-
র. বাঙালি একদিন দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনবেই
রর. নতুন নিশান উড়িয়ে, বিজয় আসবেই
ররর. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর
নিচের কোনটি সঠিক?
\হক) র ও রর খ) রর ও ররর
\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর
\হসঠিক উত্তর :ক) র ও রর
\হ৪৯. কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
\হক) ১৯২৮ খ) ১৯২৯
\হগ) ১৯৩০ ঘ) ১৯৩১
\হসঠিক উত্তর : খ) ১৯২৯
\হ৫০. শামসুর রাহমানের 'বিধ্বস্ত নীলিমা' কোন জাতীয় গ্রন্থ?
\হক) প্রবন্ধ খ) নাটক
\হগ) উপন্যাস ঘ) কাব্যগ্রন্থ
\হসঠিক উত্তর : ঘ) কাব্যগ্রন্থ
\হ৫১। 'স্বাধীনতা তুমি মজুর-যুবার দক্ষ বাহুর গ্রন্থিল পেশি,
\হস্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক'
\হউদ্দীপকে প্রকাশিত দিকটির সঙ্গে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাদৃশ্যপূর্ণ চরণটি হলো-
\হর. মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি
\হগাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে
\হরর. আর রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে-বেড়ানো
\হসেই তেজি তরুণ যার পদভারে
\হএকটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে
\হররর. সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।
\হনিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর
৫২। উক্ত সাদৃশ্যে প্রকাশ পেয়েছে-
\হক) মুক্তির আকাঙ্ক্ষা খ) দৃঢ় প্রত্যয়
\হগ) প্রতিবাদী মনোভাব ঘ) স্বাধীনতার জন্য আত্মত্যাগ
সঠিক উত্তর : ক) মুক্তির আকাঙ্ক্ষা
৫৩। 'থুত্থুড়ে এক বুড়ো'- বলতে বোঝানো হয়েছে-
\হর. বয়সের ভারে বিধ্বস্ত লোককে
\হরর. মৃতু্যপথযাত্রীকে
ররর. চলাচল করতে কষ্ট হয় যার, তাকে
\হনিচের কোনটি সঠিক?
\হক) র ও রর খ) র ও ররর
\হগ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর
৫৪। শামসুর রাহমান বিষয় ও উপাদানে কী?
\হক) প্রকৃতিনির্ভর খ) শহরকেন্দ্রিক
\হগ) পলিস্নকেন্দ্রিক ঘ) অতি আধুনিক
সঠিক উত্তর :খ) শহরকেন্দ্রিক
৫৫। মধ্যবিত্ত নাগরিক জীবনের কয়টি দিক শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে?
\হক) দুটি খ) তিনটি
\হগ) চারটি ঘ) পাঁচটি
সঠিক উত্তর :ঘ) পাঁচটি
৫৬। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
\হক) বুক তার বাংলাদেশের হৃদয়
\হখ) গৃহযুদ্ধের আগে
\হগ) বন্দি শিবির থেকে
\হঘ) দুঃসময়ের মুখোমুখি
সঠিক উত্তর : গ) বন্দি শিবির থেকে
৫৭। 'জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে'- কেন এ কথা বলা হয়েছে?
\হক) ট্যাঙ্কের আওয়াজের প্রচন্ডতা বোঝাতে
\হখ) দানবের আওয়াজের প্রচন্ডতা বোঝাতে
\হগ) ট্যাঙ্ক ও দানব দুটোই ধ্বংসের প্রতীক বলে
\হঘ) বীভৎস আক্রমণে পাকিস্তানিরা বিশাল আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে
সঠিক উত্তর : ঘ) বীভৎস আক্রমণে পাকিস্তানিরা বিশাল আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে
পরবর্তী অংশ আগামী সংখ্যায়