একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
১. সমাজকল্যাণের যাত্রা শুরু হয়েছে-
ক) দানশীলতার মাধ্যমে খ) জাকাতের মাধ্যমে
গ) এতিমখানার মাধ্যমে ঘ) দেবোত্তরের মাধ্যমে
উত্তর : ক) দানশীলতার মাধ্যমে
২. ইংরেজি ্তুঝড়পরবঃু' শব্দটির মূল শব্দ-
ক) ঝড়পরধষ খ) ঝড়পরবঃরবং
গ) ংড়পরবঃধং ঘ) ঝড়পরঁং
উত্তর :ঘ) ঝড়পরঁং
৩. 'সমাজকল্যাণ হচ্ছে সকল মানুষের কল্যাণের লক্ষ্যে সকল মানুষের সুসংগঠিত কর্মপ্রচেষ্টা'- সংজ্ঞাটি প্রদান করেছেন কে?
ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা খ) জি উইলসন
গ) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার ঘ) সমাজকর্ম অভিধান
উত্তর :খ) জি উইলসন
৪. সমাজকল্যাণ ধারণার সৃষ্টি মূলত কোন ভাবধারা থেকে এসেছে?
র) ধর্মীয় অনুভূতি
রর) মানবতাবাদী চিন্তাধারা
ররর) সামাজিক দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৫. সমাজকল্যাণের পরিধি-
ক) ব্যাপক ও বিস্তৃত খ) সংকীর্ণ
গ) অতি সামান্য ঘ) নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ
উত্তর : ক) ব্যাপক ও বিস্তৃত
৬. সমাজকল্যাণের ধারণা-
ক) অতি প্রাচীন খ) নবীন
গ) অর্বাচীন ঘ) শিল্প বিপস্নব পরবর্তী সময়ে
উত্তর :ক) অতি প্রাচীন
৭. ঐতিহ্যগত সমাজকল্যাণ বলতে কি বোঝায়?
ক) শিল্প বিপস্নব পরবর্তী সমাজসেবা
খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা
গ) প্রাগৈতিহাসিক যুগের সমাজসেবা
ঘ) ঊনবিংশ শতাব্দীর সমাজসেবা
উত্তর : খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা
৮. ছকের '?' চিহ্ন নির্দেশ করে নিচের কোনটি?
ক) ঐতিহ্যগত সমাজকল্যাণ খ) পেশাগত সমাজকর্ম
গ) সুসংগঠিত সমাজসেবা ঘ) আধুনিক সমাজসেবা
উত্তর : ক) ঐতিহ্যগত সমাজকল্যাণ
৯. উক্ত সমাজসেবা ব্যবস্থা ছিল-
র) আর্থিক সাহায্যকেন্দ্রিক
রর) স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধ
ররর) স্বেচ্ছাভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
১০. নিচের কোনটি ঐতিহ্যগত সমাজকল্যাণের অন্তর্ভুক্ত নয়?
ক) দানশীলতা খ) সরাইখানা
গ) জাকাত ঘ) সার্কিট হাউস
উত্তর : ঘ) সার্কিট হাউস
১১. ঐতিহ্যগত সমাজকল্যাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কোনটি?
ক) জাকাত খ) দেবোত্তর
গ) বাইতুলমাল ঘ) দানশীলতা
উত্তর : ঘ) দানশীলতা
১২. ঈযধৎরঃু শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক) ল্যাটিন খ) গ্রিক
গ) ইংরেজি ঘ) রোমান
উত্তর : ক) ল্যাটিন
১৩. দানশীলতা ত্রম্নটিমুক্ত নয়। কারণ-
\হর) এটি অসংগঠিত ও বিচ্ছিন্ন সমাজসেবা
রর) দাতার ইচ্ছার উপর নির্ভরশীল
ররর) এটিতে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
১৪. ইসলামী শরীয়তে সদকা-
ক) ফরজ খ) ওয়াজিব
গ) নফল ঘ) সুন্নত
উত্তর : গ) নফল
১৫. সদকা সাধারণত কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
উত্তর : ক) দুই প্রকার
১৬. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কোনটি?
ক) বাইতুল মাল খ) ধর্মগোলা
গ) সদকা ঘ) জাকাত
উত্তর :ক) বাইতুল মাল
পরবর্তী অংশ আগামী সংখ্যায়