স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'তরুণ মনটারও জয় হোক' মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২২ ফেব্রম্নয়ারি জেসিআই ঢাকা হেরিটেজ, ঢাকা পাইওনিয়ার, ঢাকা সেন্ট্রালের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ইমরান কাদির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ডক্টর ফাতিনাজ ফিরোজ। আয়োজনটির মূল আলোচক ছিলেন লাইফস্পিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সায়েদুল আশরাফ কুশাল। ডা. কুশাল তার আলোচনায় তরুণদের মন ভালো রাখার জন্য নানান ধরনের পরামর্শ দিয়েছেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেসিআই'র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফজলে মুনীম, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল মো. তাহসিন আজিম সেজান, ন্যাশনাল ট্রেজারার কাজী ফাহাদ, ন্যাশনাল ট্রেইনিং কমিশনার মো. আলতামিস নাবিল, ডিরেক্টর আল শাহরিয়ার, জনসংযোগ ও মিডিয়া কমিটি চেয়ার রাসেল আহমেদ, জেসিআই'র ন্যাশনাল অফিসাররা এবং জেসিআই ঢাকা হেরিটেজের লোকাল প্রেসিডেন্ট মো. মোস্তাফিজ রিমাজ প্রমুখ।