মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৩৮. মুক্তির আনন্দ উপভোগ করা কখন কঠিন হয়ে দাঁড়ায়?

ক. শিক্ষার অভাবে খ. অর্থের লোভে

গ. বন্দি অবস্থায় ঘ. অন্ন-বস্ত্রের চিন্তায়

উত্তর : ঘ. অন্ন-বস্ত্রের চিন্তায়

৩৯. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে মূল্যবোধের উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন বেশি?

ক. অর্থনৈতিক উন্নয়ন খ. চারিত্রিক দৃঢ়তা

গ. মনুষ্যত্বের বিকাশ ঘ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা

উত্তর : গ. মনুষ্যত্বের বিকাশ

৪০.অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?

ক. সামগ্রিক খ. সহজলভ্য

গ. ব্যক্তিগত ঘ. বস্তুগত

উত্তর : গ. ব্যক্তিগত

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা

১. শামসুর রাহমান ইন্টারমিডিয়েট পাস করেন-

ক) ঢাকা কলেজ থেকে

খ) চট্টগ্রামের পাহাড়তলী কলেজ থেকে

গ) কলকাতা ইসলামিয়া কলেজ থেকে

ঘ) ময়মনসিংহ সরকারি কলেজ থেকে

সঠিক উত্তর : ক) ঢাকা কলেজ থেকে

২. মেঘনার মাঝি উদ্দাম ঝড়ে নৌকা চালানোর সময় বলে-

ক) নারায়ে তকবির খ) জয় বাবা লোকনাথ

গ) গাজী গাজী ঘ) জয় মা গঙ্গা

সঠিক উত্তর : গ) গাজী গাজী

৩. দহন, নিপীড়ন, লুণ্ঠন, নির্যাতন, হত্যাযজ্ঞ- শব্দগুলো তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?

ক) অন্ধবধূ খ) কপোতাক্ষ নদ

গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

ঘ) আমার সন্তান

সঠিক উত্তর : গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

৪. 'জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা'- এখানে 'সাহসী' হলো-

র. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া

রর. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা

ররর. ভয়কে আরও ভয় মনে করে পিছনে হটা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : গ) র ও ররর

৫. 'অপরাহ্ন' শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?

ক) তৎসম খ) অর্ধ-তৎসম

গ) দেশি ঘ) আঞ্চলিক

সঠিক উত্তর : ক) তৎসম

৬. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল?

ক) স্বাধীনতা খ) মুক্তিযোদ্ধারা

গ) মুজিবনগর সরকার ঘ) পাক হানাদাররা

সঠিক উত্তর : ক) স্বাধীনতা

৭. রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন?

ক) রুস্তম শেখ মৃত বলে

খ) রুস্তম শেখের যক্ষ্ণা হয়েছে তাই

গ) রুস্তম শেখ রিকশাওয়ালা বলে

ঘ) রুস্তম শেখ সরকারি সহায়তা গ্রহণ করেনি

সঠিক উত্তর : ক) রুস্তম শেখ মৃত বলে

৮. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?

ক) ঢাকা খ) নরসিংদী

গ) রাজশাহী ঘ) বরিশাল

সঠিক উত্তর : ক) ঢাকা

৯. তেজি তরুণ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেন?

ক) পশু-পাখি শিকার করতে

খ) বনদসু্যদের হত্যা করতে

গ) স্বাধীনতা অর্জনে শত্রম্ন হনন করতে

ঘ) অ্যাডভেঞ্চারের রোমাঞ্চে

সঠিক উত্তর : গ) স্বাধীনতা অর্জনে শত্রম্ন হনন করতে

১০. স্বাধীনতা কোনটি উড়িয়ে আসবে?

ক) ঝান্ডা খ) নিশান

গ) কেতন ঘ) পতাকা

সঠিক উত্তর : খ) নিশান

১১. মোলস্নাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে?

ক) গাছের ডাল খ) পোড়া ঘরের খুঁটি

গ) ঘরের চাল ঘ) ঘরের বেড়া

সঠিক উত্তর : খ) পোড়া ঘরের খুঁটি

১২. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) দেশদ্রোহী হতে ইচ্ছে করে

খ) শঙ্কিত আলোকে

গ) মায়াবী পর্দা দুলে ওঠো

ঘ) আমি কিংবদন্তির কথা বলছি

সঠিক উত্তর : ক) দেশদ্রোহী হতে ইচ্ছে করে

১৩. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উত্থাপিত হয়েছে-

র. স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা

রর. স্বাধীনতার স্বরূপ

ররর. স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : গ) র ও ররর

১৪. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় পথের ধারে শূন্য থালা হাতে বসেছিল-

ক) থুত্থুড়ে বুড়ো খ) সাকিনা বিবি

গ) অনাথ কিশোরী ঘ) হরিদাসী

সঠিক উত্তর : গ) অনাথ কিশোরী

১৫. শামসুর রাহমান কত সালে মৃতু্যবরণ করেন?

ক) ২০০৫ খ) ২০০৬

গ) ২০০৭ ঘ) ২০০৮

সঠিক উত্তর : খ) ২০০৬

১৬. থুত্থুড়ে বুড়োর চোখের নিচে কী?

ক) ঝুলে পড়া চামড়া

খ) রাতজাগা কালো দাগ

গ) অপরাহ্নের দুর্বল ঝিলিক

ঘ) শোকের অশ্রম্নধারা

সঠিক উত্তর : গ) অপরাহ্নের দুর্বল ঝিলিক

১৭. মোলস্নাবাড়ির বিধবার ঘরটি ছিল-

ক) খড়ের খ) টিনের

গ) দগ্ধ ঘ) পরিপাটি

সঠিক উত্তর : গ) দগ্ধ

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে