পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
প্রশ্ন : নারী নির্যাতনের দুটি কুফল লেখো।
উত্তর : ক. মেয়েরা শিক্ষা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
খ. বাইরে কাজের দক্ষতা হারাচ্ছে।
প্রশ্ন : সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
উত্তর : নারী-পুরুষের উভয়ের।
প্রশ্ন : ১৮৫৭ সালে ৮ মার্চ নিউইয়র্ক আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?
উত্তর : পুরুষের সমান মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।
প্রশ্ন : কত সালে 'জাতীয় নারী উন্নয়ন নীতি' প্রবর্তন করা হয়?
উত্তর : ২০১২ সালে।
প্রশ্ন : কোন মন্ত্রণালয় এই নারী উন্নয়ন নীতি প্রবর্তন করেন?
উত্তর : বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অধ্যায় ০৯ : আমাদের দায়িত্ব ও কর্তব্য
প্রশ্ন : ছোটদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কী?
উত্তর : ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব।
প্রশ্ন : বড়দের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কী?
উত্তর : আমরা বড়দের শ্রদ্ধা করব ও তাদের আদেশ নিষেধ মেনে চলব।
প্রশ্ন : সমাজের বিভিন্ন সম্পদ সম্পর্কে আমাদের করণীয় কী?
উত্তর : সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন বিদ্যালয়, পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব।
প্রশ্ন : অপরিচিত মানুষ থেকে কীভাবে সাবধান থাকব?
উত্তর : অপরিচিত মানুষের কথামতো চলব না। তাদের দেওয়া কোনো কিছু খাব না।
প্রশ্ন : রাস্তায় কীভাবে চলাফেরা করব?
উত্তর : সব সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটব। গর্ত ও যানবাহন দেখে সতর্কতার সঙ্গে পথ চলব।
প্রশ্ন : কেন আমরা ছুরি, কাঁচি জাতীয় জিনিস সাবধানে ব্যবহার করব?
উত্তর : ছুরি, কাঁচি বা যে কোনো ধারালো জিনিস সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে যে কোনো সময় শরীরের যে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রশ্ন : খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক তার কেন স্পর্শ করবে না?
উত্তর : খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক তার স্পর্শ করলে যে কোনো সময় শরীরে বিদু্যৎ প্রবেশ করে বড় ধরনের দুর্ঘটনা বা মৃতু্য হতে পারে।
প্রশ্ন : প্রাথমিক চিকিৎসার বাক্স বা (ঋরৎংঃ অরফ ইড়ী) সাধারণত কী কী থাকে?
উত্তর : প্রাথমিক চিকিৎসার বাক্সে সাধারণত তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ ও টেপ থাকে।
প্রশ্ন : ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে নাম লিখে রাখা কেন প্রয়োজন?
উত্তর : ওষুধ ও কীটনাশক যাতে কেউ ভুলবশত খেলে বিপদ হতে পারে। কোনটা ওষুধ কোনটা কীটনাশক গায়ে লেখা থাকলে কেউ ভুলবশত খেয়ে ফেলবে না।
প্রশ্ন : গ্যাসের চুলা ও বিদু্যৎ ব্যবহারের পর কেন বন্ধ করব?
উত্তর : গ্যাসের চুলা ও বিদু্যৎ ব্যবহারের পর বন্ধ না করলে বেশি টাকা বিল দিতে হবে। গ্যাস ও বিদু্যৎজাতীয় সম্পদ। জাতীয় সম্পদের অপচয় সব জনগণের সম্পদের অপচয়।
প্রশ্ন : আগুন ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন কেন?
উত্তর : আগুন ব্যবহারে সতর্ক না হলে মূল্যবান সম্পদ, বাড়িঘর, মানুষ ও প্রাণী পুড়ে যেতে পারে।
প্রশ্ন : অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে কেন?
উত্তর : অপরিচিতদের পরিচয় না জেনে ঘরের দরজা খুললে চুরি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটতে পারে।
প্রশ্ন : বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবে কেন?
উত্তর : বাড়িতে হাত, পা বা যে কোনো অঙ্গ কেটে, পুড়ে বা আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা বাক্স থাকলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।
প্রশ্ন : রাস্তায় কেন খেলাধুলা করব না?
উত্তর : রাস্তায় খেলাধুলা করলে যানবাহনসহ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এবং যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।
প্রশ্ন : রাস্তায় পথ চলায় সতর্ক থাকবে কেন?
উত্তর : রাস্তায় পথ চলায় সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
প্রশ্ন : রাস্তা পার হওয়ার নিয়ম লেখো।
উত্তর : ফুটপাত, ওভারব্রিজ ও রাস্তার দু'পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া।
প্রশ্ন : অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি কেন?
উত্তর : বাংলাদেশে অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি।
প্রশ্ন : শিশুদের রাষ্ট্রের প্রতি কর্তব্য কী?
উত্তর : রাষ্ট্রের প্রদত্ত শিক্ষা গ্রহণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিশুদের রাষ্ট্রের প্রতি প্রধান কর্তব্য।
প্রশ্ন : রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কী কী?
উত্তর : নিয়মিত কর প্রদান, ভোটদান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।
প্রশ্ন : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে?
উত্তর : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রশ্ন : রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
উত্তর : রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত।
প্রশ্ন : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কাদের দায়িত্ব?
উত্তর : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়