নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু' তীরের সৌন্দর্য উপভোগ করতেন। এখন তিনি কুষ্টিয়ায় তার গ্রামের বাড়িতে অবসর জীবনযাপন করছেন। অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে।
৩৫। 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত, তা হলো-
ক. শৈশব স্মৃতি খ. স্মৃতিকাতরতা
গ. প্রকৃতি প্রীতি ঘ. দেশপ্রেম
উত্তর :খ. স্মৃতিকাতরতা
৩৬। উদ্দীপকে উদ্ভাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হলো-
র.সতত, হে নদ, তুমি পড় মোর মনে
রর. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
ররর. সতত তোমার কথা ভাবি এ বিরলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
৩৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষকে কী বলা হয়েছে?
ক. গরল স্রোতোরূপী খ. দুগ্ধ স্রোতোরূপী
গ. অমৃত স্রোতোরূপী ঘ. মধু স্রোতোরূপী
উত্তর :গ. অমৃত স্রোতোরূপী
৩৮. কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কী দেয়?
ক. জল খ. দুগ্ধ
গ. মধু ঘ. গরল
উত্তর :ক. জল
৩৯. কপোতাক্ষ নদ কবিতায় কবির কী প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতিপ্রেম খ. স্মৃতিকাতরতা
গ. উদাসীনতা ঘ. ভ্রমণপ্রিয়তা
উত্তর :খ. স্মৃতিকাতরতা
৪০. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক. দিবারাত্রির কাব্য খ. মেঘনাদবধ কাব্য
গ. দুঃখ জননীর কাব্য ঘ. এয়োদশপদী কাব্য
উত্তর :খ. মেঘনাদবধ কাব্য
শিক্ষা ও মনুষ্যত্ব
১. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৯ খ্রিষ্টাব্দ খ. ১৯০৩ খ্রিষ্টাব্দ
গ. ১৯০৮ খ্রিষ্টাব্দ ঘ. ১৯১৬ খ্রিষ্টাব্দ
উত্তর : খ. ১৯০৩ খ্রিষ্টাব্দ
২. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
ক. নোয়াখালী খ. যশোর
গ. ঝিনাইদহ ঘ. বরিশাল
উত্তর : ক. নোয়াখালী
৩. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটির উৎস কোনটি?
ক. সংস্কৃতি কথা খ. রূপসী বাংলা
গ. সভ্যতা ঘ. সুখ
উত্তর: ক. সংস্কৃতি কথা
৪. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থের অংশবিশেষ?
ক. পর্ণপুট খ. সভ্যতা
গ. লোককৃষ্টি ঘ. মনুষ্যত্ব
উত্তর : ঘ. মনুষ্যত্ব
৫. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন?
ক. ১৯৪৮ খ্রিষ্টাব্দ খ. ১৯৫২ খ্রিষ্টাব্দ
গ. ১৯৫৬ খ্রিষ্টাব্দ ঘ. ১৯৬৮ খ্রিষ্টাব্দ
উত্তর : গ. ১৯৫৬ খ্রিষ্টাব্দ
৬. মানুষের জীবনকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. শিক্ষার খ. বাতাসের
গ. সময়ের ঘ. দোতলা ঘরের
উত্তর : ঘ. দোতলা ঘরের
৭. জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে ওঠবার মই কোনটি?
ক. দরজা খ. গাছ
গ. শিক্ষা ঘ. সিঁড়ি
উত্তর : খ. গাছ
৮. প্রকৃত শিক্ষা আমাদের কী শেখায়?
ক. টাকা উপার্জন করতে
খ. জীবনকে উপভোগ করতে
গ. ব্যক্তি স্বার্থ রক্ষা করতে
ঘ. জীবন গড়ে তুলতে
উত্তর : খ. জীবনকে উপভোগ করতে
৯. মনুষ্যত্ব হলো-
ক. অর্থচিন্তার থেকে মুক্তি লাভ
খ. নিজের স্বার্থ নিয়ে ভাবা
গ. অন্যের অমঙ্গল কামনা করা
ঘ. টাকার পাহাড় গড়া
উত্তর : ক. অর্থচিন্তার থেকে মুক্তি লাভ
১০. জীবসত্তা হলো-
ক. ওপরের তলা খ. মই
গ. নিচের তলা ঘ. শিক্ষা
উত্তর : গ. নিচের তলা
১১. শিক্ষার অপ্রয়োজনীয় দিকের শিক্ষা কী?
ক. মনুষ্যত্বের জাগরণ খ. জ্ঞানের জাগরণ
গ. বুরি জাগরণ ঘ. উপার্জন ক্ষমতা
উত্তর : ক. মনুষ্যত্বের জাগরণ
১২. মানুষের সত্তা কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর : গ. ৩টি
১৩. বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট এর সমার্থক শব্দ কোনটি?
ক. অকালকুষ্মান্ড খ. ক্ষুধাপিপাসা
গ. অক্কা পাওয়া ঘ. লেফাফাদুরস্তি
উত্তর : ঘ. লেফাফাদুরস্তি
১৪. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : গ. প্রমথ চৌধুরী
১৫. শিক্ষার মাধ্যমে লাভ করা যায়-
র. মনুষ্যত্ববোধ রর. অন্ন-বস্ত্র
ররর. মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও রর
উত্তর : ঘ. র, রর ও রর