২৬. 'পেশা হচ্ছে নৈপুণ্যভিত্তিক কৌশল দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত বৃত্তি।'- সংজ্ঞাটি কার?
ক) মার্ক টেইলর খ) এ ই বেন
গ) সমাজকল্যাণ অভিধান ঘ) এম জি থ্যাকারি
উত্তর : গ) সমাজকল্যাণ অভিধান
২৭. গুরুত্বের দিক দিয়ে মূল্যবোধ কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
উত্তর : ক) ২ প্রকার
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও।
সিয়াম একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্তদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না। কিন্তু তাদের মতামতকে মূল্যায়ন না করে নিজের মতামত তাদের ওপর চাপিয়ে দেন এরং সাহায্যার্থীর প্রয়োজনীয় তথ্য অন্যের কাছে প্রকাশ করে দেন।
২৮. উদ্দীপকে সিয়াম গুরুত্বের সাথে গ্রহণ করেছেন সমাজকর্মের কোন মূল্যবোধ?
ক) ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
খ) সকলের সমান সুযোগ
গ) গণতান্ত্রিক অধিকার
ঘ) ব্যক্তি স্বাধীনতা
উত্তর : খ) সকলের সমান সুযোগ
২৯. উদ্দীপকে সিয়াম সমাজকর্ম পেশার নীতি লঙ্ঘন করেছেন-
র. সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার
রর. সামাজিক দায়িত্ববোধ
ররর. গোপনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৩০. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো, উভয়ই-
ক) জীবিকা অর্জনের পন্থা
খ) নীতি ও মূল্যবোধ মেনে চলে
গ) দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন
ঘ) বিশেষ জ্ঞান ও নৈপুণ্যসম্পন্ন
উত্তর : ক) জীবিকা অর্জনের পন্থা
৩১. বৃত্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক) ঙপপঁঢ়ধঃরড়হ খ) চৎড়ভবংংরড়হ
গ) ঔড়ন ঘ) ঊসঢ়ষড়ুসবহঃ
উত্তর : ক) ঙপপঁঢ়ধঃরড়হ
৩২. একটি পূর্ণাঙ্গ পেশার জন্য কয়টি উপাদান অপরিহার্য?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর : গ) ৪টি
৩৩. 'ঞযব ঢ়ৎড়ভবংংরড়হ: জড়ষবং ধহফ জঁষবং' গ্রন্থটি কার লেখা?
ক) ড অ ভৎরবফষধহফবৎ
খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব
গ) জড়নবৎঃ খ ইধৎশবৎ
ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ
উত্তর : খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব
৩৪. ড. অ. ঋৎরবফষধহফবৎ পেশার কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর : ঘ) ৫টি
৩৫. মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে-
র. সচেতনতাবোধ
রর. বিশ্বাসবোধ
ররর. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩৬. 'ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর প্রত্যাশিত আচরণের সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ।'-উক্তিটি করেছেন-
ক) গ্রিন উড খ) এ ই বেন
গ) এম ডবিস্নউ পামফ্রে ঘ) আর এ স্কিডমোর
উত্তর :গ) এম ডবিস্নউ পামফ্রে
৩৭. যে কোনো পেশার জন্য অপরিহার্য বৈশিষ্ট্য কী?
ক) জ্ঞান খ) দক্ষতা
গ) নৈপুণ্য ঘ) পেশাগত সংগঠন
উত্তর : ঘ) পেশাগত সংগঠন
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও।
সিডরে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি নির্মাণ এবং গ্রামের উন্নয়নের কাজ করতে এসে এলাকার মেম্বার সাহেব গ্রামবাসীর সব সিদ্ধান্ত ও মতামত গ্রহণ করলেন। তাছাড়া কোনো সিদ্ধান্ত তিনি গ্রামবাসীর ওপর চাপিয়েও দিলেন না।
৩৮. মেম্বার সাহেবের সাথে মিল রয়েছে-
ক) একজন সমাজকর্মীর
খ) একজন স্বেচ্ছাসেবীর
গ) একজন সাধারণ মানুষের
ঘ) একজন সরকারি কর্মকর্তার
উত্তর : ক) একজন সমাজকর্মীর