জানার আছে অনেক কিছু
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।
প্রশ্ন :আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :বগুড়া।
প্রশ্ন :বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে?
উত্তর :২০২৬ সালে।
প্রশ্ন :বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় কত সালে?
উত্তর :১৯৭৫ সালে।
প্রশ্ন :বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে কতটি দেশ?
উত্তর :৪টি দেশ।
প্রশ্ন :বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি?
উত্তর :২টি।
প্রশ্ন :ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত?
উত্তর :কুতুপালং, কক্সবাজার।
প্রশ্ন :সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন :সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন :সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ?
উত্তর :৪৪ শতাংশ।
প্রশ্ন :ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি?
উত্তর :৪টি। যথা- মঙ্গল শোভাযাত্রা, বাউলগান, জামদানি, শীতলপাটি।
প্রশ্ন :করোনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম কী?
উত্তর :সুরক্ষা।
প্রশ্ন :পোশাক রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি?
উত্তর : জার্মানি।