মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

খুবির ৪ কৃতী শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
খুবির ৪ কৃতী শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপিস্ননের চার শিক্ষার্থীকে ১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ডক্টর সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপিস্ননের লেকচার থিয়েটারে ২০ ফেব্রম্নয়ারি এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য অ্যাওয়ার্ডপ্রাপ্তদের গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হয়। এছাড়া তাদের হাতে সনদপত্র ও নগদ টাকার চেক তুলে দেওয়া হয়। গণিত ডিসিপিস্নন প্রধান প্রফেসর ডক্টর মুন্নুজাহান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ডক্টর উত্তম কুমার মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) রাজু রায় ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক গণিত ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর সরদার ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট গণিত ডিসিপিস্ননের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. আহসান উলস্নাহ, বিএসসি অনার্স-২০২০, পুলক কুন্ডু, বিএসসি অনার্স-২০২১, মো. মেহেদী হাসান রাসেল, এমএসসি (থিসিস) অ্যাপস্নাইড ম্যাথমেটিকস-২০২০ ও আফসানা নাজমিন এমএসসি (নন-থিসিস) অ্যাপস্নাইড ম্যাথমেটিকস-২০২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে