মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৮৭. শিল্প বিপস্নবের প্রথম সূচনা হয় কোন দেশে?

ক) ভারতে খ) মার্কিন যুক্তরাষ্ট্রে

গ) ইংল্যান্ডে ঘ) জার্মানিতে

উত্তর : গ) ইংল্যান্ডে

৮৮. ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : ক) ১৮৬৯ সালে

৮৯. চড়ড়ৎ খধি টহরড়হ-এর অন্যতম বৈশিষ্ট্য কী?

ক) রাজকীয় বোর্ড খ) দরিদ্র বোর্ড

গ) অর্থ বোর্ড ঘ) অভিভাবক বোর্ড

উত্তর : ঘ) অভিভাবক বোর্ড

৯০. ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি ভাগে ভাগ করা হয়?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

উত্তর : খ) ৩টি

৯১. পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?

ক) শিল্প বিপস্নবের আগে খ) শিল্প বিপস্নবের পরে

গ) প্রথম বিশ্বযুদ্ধের পরে ঘ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে

উত্তর : খ) শিল্প বিপস্নবের পরে

৯২. শিল্প বিপস্নব সংঘটিত হয় কত শতাব্দীতে?

ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ

গ) সপ্তদশ ঘ) অষ্টাদশ

উত্তর : ঘ) অষ্টাদশ

৯৩. শিল্প বিপস্নব মানবসভ্যতাকে কয় ভাগে ভাগ করেছে?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

উত্তর : ক) দুই

৯৪. সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক) সমাজ সেবামূলক কার্যক্রম খ) দানশীলতা

গ) শিল্প বিপস্নব ঘ) বিভারিজ রিপোর্ট

উত্তর : গ) শিল্প বিপস্নব

সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা

১. 'পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়।'-এটি কার উক্তি?

ক) গ্রিন উড খ) এ ই বেন

গ) এম জি থ্যাকারি ঘ) আর এ স্কিডমোর

উত্তর : খ) এ ই বেন

২. কোন ভাষা থেকে 'পেশা' শব্দটির উৎপত্তি?

ক) ফারসি খ) ল্যাটিন

গ) গ্রিক ঘ) ইংরেজি

উত্তর : ক) ফারসি

৩. সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে-

ক) আত্মসচেতনতা খ) ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ

গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার ঘ) সামাজিক ন্যায়বিচার

উত্তর : গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার

৪. মূল্যবোধ একটি-

ক) বিমূর্ত ধারণা খ) মূর্ত ধারণা

গ) আদর্শ ধারণা ঘ) সঠিক ধারণা

উত্তর : ক) বিমূর্ত ধারণা

৫. সমাজকর্মের পেশাগত সম্পর্ককে কী বলে?

ক) অ্যাডাপটেশন খ)র্ যাপো

গ) কেস স্টাডি ঘ) রিপোর্ট

উত্তর : খ)র্ যাপো

উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও।

জারিফ কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরিতে যোগদান করে জীবিকা নির্বাহ করছে।

৬. জারিফের চাকরি কোন ধরনের আয় ব্যবস্থা?

ক) চাকরি খ) পেশা

গ) বৃত্তি ঘ) আত্মকর্মসংস্থান

উত্তর : খ) পেশা

৭. পেশা নির্বাচিত হয়-

ক) দেশে-বিদেশে অবস্থানের ভিত্তিতে

খ) জ্ঞানের প্রয়োগের ভিত্তিতে

গ) পেশার মানদন্ডের ভিত্তিতে

ঘ) বেশি বেশি উপার্জনের ভিত্তিতে

উত্তর : গ) পেশার মানদন্ডের ভিত্তিতে

৮. ছকের '?' স্থানটিতে কোনটি বসবে?

ক) শিক্ষকতার পেশার মূল্যবোধ

খ) সমাজকর্ম পেশার মূল্যবোধ

গ) ওকালতি পেশার মূল্যবোধ

ঘ) ডাক্তারি পেশার মূল্যবোধ

উত্তর : খ) সমাজকর্ম পেশার মূল্যবোধ

৯. পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয়-

র. সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে

রর. তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে

ররর. অর্থ উপার্জনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১০. পেশার ইংরেজি শব্দ কী?

ক) ঙপপঁঢ়ধঃরড়হ খ) চৎড়ভবংংরড়হ

গ) ঔড়ন ঘ) ঊসঢ়ষড়ুসবহঃ

উত্তর : খ) চৎড়ভবংংরড়হ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে