মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নোবিপ্রবিতে সেমিনার

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক' দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি'র সেমিনার কক্ষে ১৯ ফেব্রম্নয়ারি এই সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আরএসপি বিভাগের পরিচালক ডক্টর মো. ফখরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসি'র পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন এবং ইউজিসির সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে