পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্ন :১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার পর কোন দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? উত্তর :ভারত ও পাকিস্তান প্রশ্ন :কখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল? উত্তর :১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। প্রশ্ন : মুক্তিযুদ্ধ শুরুর দিকে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। এ সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল। প্রশ্ন :১৭ এপ্রিল যে সরকার গঠিত হয় তার নাম কী? উত্তর :মুজিবনগর সরকার প্রশ্ন :মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কী? উত্তর : রাষ্ট্রপতি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী - তাজউদ্দীন আহমদ। প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর :১১টি সেক্টরে। প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় নিয়মিত বাহিনীগুলো কী কী ছিল? উত্তর :মুক্তিযুদ্ধের সময় নিয়মিত বাহিনীগুলো হচ্ছে- মুক্তিফৌজ, 'কে' ফোর্স, 'এস' ফোর্স এবং 'জেড' ফোর্স। প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন? দুটি বাক্য লেখো। উত্তর :ক. মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনার জন্য। খ. দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং সমর্থন আদায় করার জন্য। প্রশ্ন :কখন মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়? উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। প্রশ্ন : কখন মুজিবনগর সরকার গঠিত হয়? উত্তর :১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। প্রশ্ন :মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর :মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন :আমরা কখন শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি? উত্তর :প্রতি বছর ১৪ ডিসেম্বর আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি। আমাদের বাংলাদেশ :ব্রিটিশ শাসন প্রশ্ন : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা। প্রশ্ন :পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? উত্তর :১৭৫৭ সালে। প্রশ্ন :নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন? উত্তর :সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা, ক্ষমতালোভী খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ, জগৎশেঠের মতো ব্যবসায়ীদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে। প্রশ্ন :বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন? উত্তর :ব্যবসা-বাণিজ্য করার জন্য। প্রশ্ন :১৮৩১ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় একজন বিদ্রোহী নেতা পরাজিত ও নিহত হন তার নাম কী? উত্তর :তিতুমীর। প্রশ্ন :বাংলায় ১১৭৬ সালে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এ দুর্ভিক্ষ কী নামে পরিচিত? উত্তর :'ছিয়াত্তরের মন্বন্তর' প্রশ্ন :ছিয়াত্তরের মন্বন্তর কী? উত্তর :ইংরেজি ১৭৭০ সালে (বাংলা ১১৭৬) এ দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা বাংলার ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। প্রশ্ন :'ভাগ কর শাসন কর নীতি' কাদের? এ নীতির ফলে কী হয়েছিল? উত্তর :ইংরেজদের। এ নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়েছিল। প্রশ্ন :ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল? উত্তর :ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। প্রশ্ন :কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? উত্তর :১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। প্রশ্ন :কখন সিপাহি বিদ্রোহ দেখা দেয়? উত্তর :১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়। প্রশ্ন : বাঁশের কেলস্না কে নির্মাণ করেন? উত্তর :তিতুমীর বাঁশের কেলস্না নির্মাণ করেন। প্রশ্ন :সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর :মঙ্গল পান্ডে। প্রশ্ন :সিপাহি বিদ্রোহের দুটি কারণ লেখো। উত্তর :সিপাহি বিদ্রোহের দুটি কারণ হলো- ক. বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব। খ. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হওয়া। প্রশ্ন : ভারতীয়দের জাতীয় চেতনা প্রসারের জন্য একটি দল গঠন করা হয়। দলটির নাম কী ও কখন গঠিত হয়? উত্তর : দলটির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি গঠিত হয় ১৮৮৫ সালে। প্রশ্ন :বঙ্গভঙ্গ কত সালে হয়? উত্তর :১৯০৫ সালে। প্রশ্ন :ইংরেজরা ভারত ত্যাগ করে কখন? উত্তর :১৯৪৭ সালে। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন প্রশ্ন :বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা কী জানতে পারি? উত্তর :অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। প্রশ্ন : উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি কোন জেলায় অবস্থিত? উত্তর : নরসিংদী। প্রশ্ন :সোমপুর মহাবিহার কোন রাজার আমলে নির্মিত হয়? উত্তর :রাজা ধর্মপাল। প্রশ্ন :সোমপুর মহাবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর :নওগাঁ জেলায়। প্রশ্ন :গিয়াসউদ্দীন আযম শাহের মাজার কোথায় অবস্থিত? উত্তর :সোনারগাঁও। প্রশ্ন :লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? উত্তর :শিল্পাচার্য জয়নুল আবেদীন। প্রশ্ন :সম্রাট আওরঙ্গজেবের পুত্রের নাম কী? উত্তর :শাহাজাদা মোহাম্মদ আযম শাহ্‌। প্রশ্ন : লালবাগ কেলস্না কত সালে নির্মাণ করা হয়? উত্তর :১৬৭৮ সালে। প্রশ্ন :মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর :মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়