জানার আছে অনেক কিছু
মো. শাহিনুর ইসলাম জন্ম:এপ্রিল ১৯৫৮, বাংলাদেশী হাইকোর্ট বিভাগের বিচারপতি। তিনি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা বারে যোগ দেন এবং দায়রা আদালতের পাশাপাশি উচ্চ আদালতে ফৌজদারি আইন অনুশীলন করেন। তিনি ফৌজদারি কার্যবিধি ও আপিলের আইন বিশেষজ্ঞ।
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর :মনোহরদী, নরসিংদী।
প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মু্যরাল 'হিমালয়' কোথায় অবস্থিত?
উত্তর :লৌহজং, মুন্সীগঞ্জ।
প্রশ্ন :বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।
প্রশ্ন :আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর :বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
প্রশ্ন :বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর :৪৮৮৩টি।
প্রশ্ন :বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর :যুক্তরাজ্য।
প্রশ্ন :বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর :যুক্তরাজ্য।
প্রশ্ন :বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?
উত্তর :২০২৭।
প্রশ্ন :ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে?
উত্তর :২১৫।
প্রশ্ন :জঝঋ-এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :১৫১তম।
প্রশ্ন :বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়-
উত্তর :২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম টিকা নেন- নার্স রুনু বেরোনিকা কস্তা)।
প্রশ্ন :দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ক্রিকেট কমপেস্নক্স তৈরি হচ্ছে কোথায়?
উত্তর :সিলেট।
প্রশ্ন :দেশের বৃহত্তম কনটেইনার ডিপো নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর :ধীরাশ্রম, গাজীপুর।
প্রশ্ন :সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।
প্রশ্ন :অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর :শেখ মোহাম্মদ মোরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।
প্রশ্ন : অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর :৬টি।