বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১৭। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কিসে? ক. সময়ে খ. তাপমাত্রায় গ. বায়ুপ্রবাহে ঘ. বৃষ্টিতে উত্তরঃ ক. সময়ে ১৮। আমাদের দেশে শীতকালে কম বৃষ্টি হওয়ার কারণ কী? ক. বায়ুতে জলীয় বাষ্প কম খ. বায়ুর আদ্রতা কম গ. বায়ুচাপ তুলনা মূলকভাবে কম ঘ. সকালে শিশির পড়ায় উত্তরঃ বায়ুতে জলীয় বাষ্প কম ১৯। কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সব কিছু ভেসে যায়? ক. বজ্রপাত খ. টর্নেডো গ. ঘূর্ণিঝড় ঘ. জলোচ্ছ্বাস উত্তরঃ ঘ. জলোচ্ছ্বাস ২০। কালবৈশাখী কোন দিক থেকে ধেয়ে আসে? ক. দক্ষিণ পূর্ব দিক থেকে খ. উত্তর-পশ্চিম দিক থেকে গ. উত্তর-পূর্ব দিক থেকে ঘ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তরঃ খ. উত্তর-পশ্চিম দিক থেকে ২১। বঙ্গোপসাগরে অতিরিক্ত নিম্নচাপের কারণে শুরু হয় কোনটি? ক. বৃষ্টি খ. ভূমিকম্প গ. বন্যা ঘ. ঘূর্ণিঝড় উত্তরঃ ঘ. ঘূর্ণিঝড় ২২। আবহাওয়া অফিসের কর্মরত প্রকৌশলী সালাম সাহেব বায়ুতে কী পরিমাণে জলীয় বাষ্প আছে তা মেপে প্রকাশ করেন। তিনি বাষ্পকে কোন স্কেলে প্রকাশ করেছেন? ক. তাপমাত্রা খ. বায়ুর আদ্রতা গ. বায়ুপ্রবাহ ঘ. জলবায়ু উত্তরঃ খ. বায়ুর আদ্রতা ২৩। রবি টেলিভিশনে দেখছে বঙ্গোপসাগরে অস্বাভাবিক নিম্নচাপের কারণে সাগর উত্তাল। এতে ৫ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এতে সাগর এলাকার কোন কারণটি দায়ী? ক. বায়ুচাপ বৃদ্ধি খ. তাপমাত্রা বৃদ্ধি গ. জলবায়ুর আদ্রতা ঘ. আবহাওয়ার শুষ্কতা উত্তরঃ খ. তাপমাত্রা বৃদ্ধি ২৪। নিচের কোন আকৃতির দুর্যোগটি আমাদের দেশে কম দেখা যায়? ক. বন্যা খ. কালবৈশাখী গ. সুনামি ঘ. ঘূর্ণিঝড় উত্তরঃ গ. সুনামি ২৫। বায়ুর আদ্রতা বেশি কথাটির অর্থ কী? ক. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি খ. বায়ু প্রবাহ বেশি গ. বায়ুর চাপ বেশি ঘ. বায়ুর ঘনত্ব বেশি উত্তরঃ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ২৬। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র থেকে ঢেউ আকারে পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করাকে কী বলা হয়? ক. জলোচ্ছ্বাস খ. বন্যা গ. খরা ঘ. ভাটা উত্তরঃ ক. জলোচ্ছ্বাস ২৭। আমাদের দেশে কোন সময়ে কালবৈশাখী দেখা যায়? ক. চৈত্রের শেষে ও বৈশাখ মাসে খ. ফাল্গুনের শেষে ও বৈশাখ মাসে গ. বৈশাখের শেষে ও জৈষ্ঠ্য মাসে ঘ. জৈষ্ঠ্যের শেষে ও আষাঢ় মাসে উত্তরঃ ক. চৈত্রের শেষে ও বৈশাখ মাসে ২৮। শীতকালে বাংলাদেশের কোন দিকে বায়ুচাপ কম থাকে? ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে উত্তরঃ ঘ. দক্ষিণ দিকে ২৯। আমাদের দেশে কোন ঋতুতে বায়ুর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়? ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরৎ ঘ. শীত উত্তরঃ ঘ. শীত ৩০। বাংলাদেশের কয় মাস ধরে শীত পড়ে? ক. দুই মাস খ. তিন মাস গ. চার মাস ঘ. পাঁচ মাস উত্তরঃ খ. তিন মাস ৩১। কোনো স্থানে বায়ুচাপ হঠাৎ কমে গেলে সে স্থানে বায়ু প্রবাহের কিরূপ পরিবর্তন ঘটে? ক. বায়ুপ্রবাহ কমে যায় খ. বায়ুপ্রবাহ বেড়ে যায় গ. বায়ুপ্রবাহ স্থির থাকে ঘ. বায়ুপ্রবাহের গতি শূন্য হয় উত্তরঃ খ. বায়ুপ্রবাহ বেড়ে যায় ৩২। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? ক. আদ্রতা খ. বৃষ্টিপাত গ. বায়ুচাপ ঘ. জলবায়ু উত্তরঃ ঘ. জলবায়ু ৩৩। কোন স্থানের জলবায়ু বলতে বোঝায়? ক. কয়েক দিনের আবহাওয়ার গড় খ. কয়েক সপ্তাহের আবহাওয়ার গড় গ. কয়েক মাসের আবহাওয়ার গড় ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড় উত্তরঃ ক. কয়েক দিনের আবহাওয়ার গড় ৩৪। কোন স্থানের আবহাওয়া বলতে কোনটি বোঝায়? ক. বায়ু, তাপ, চাপ, আদ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থা খ. বায়ুর চাপ, আদ্রতা ও বায়ু প্রবাহের বাৎসরিক অবস্থা গ. সাত দিনের গড় তাপ, বায়ুচাপ, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের অবস্থা ঘ. কেবল মাত্র বৃষ্টিপাতের দৈনিক গড় ও বায়ুপ্রবাহ উত্তরঃ ক. বায়ু, তাপ, চাপ, আদ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থা ৩৫। কোন স্থানের বায়ুর তাপমাত্রা, চাপ, আদ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থাকে কী বলে? ক. জলবায়ু খ. আবহাওয়া গ. অমাবস্যা ঘ. চন্দ্রগ্রহণ উত্তরঃ খ. আবহাওয়া ৩৬। আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনগুলো? ক. বায়ুর তাপমাত্রা, চাপ, আদ্রতা খ. অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নিরক্ষরেখা গ. সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা ঘ. অক্ষাংশ, আদ্রতা, চন্দ্রগ্রহণ উত্তরঃ ক. বায়ুর তাপমাত্রা, চাপ, আদ্রতা ৩৭। নিচের কোনটি আবহাওয়ার উপাদান? ক. কুয়াশা খ. চন্দ্রগ্রহণ গ. সমুদ্র ঘ. জলীয়বাষ্প উত্তরঃ ক. কুয়াশা ৩৮। নিচের কোনটি আবহাওয়ার নিয়ামক? ক. নিম্নচাপ খ. সূর্যের তাপ গ. টাইফুন ঘ. কালবৈশাখী উত্তরঃ খ. সূর্যের তাপ ৩৯। নিচের কোনটি আবহাওয়ার উপাদান? ক. বায়ুচাপ খ. সূর্যের তাপ গ. বৃষ্টি ঘ. জলীয় বাষ্প উত্তরঃ গ. বৃষ্টি ৪০। নিচের কোনটি আবহাওয়ার নিয়ামক? ক. মেঘ খ. কুয়াশা গ. রোদ ঘ. জলীয় বাষ্প উত্তরঃ ঘ. জলীয় বাষ্প হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়