বিজ্ঞান
পঞ্চম শ্রেণির পড়াশোনা
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
আমাদের জীবনে তথ্য
৩৮। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথম কাজ কোনটি?
ক. তথ্য সংরক্ষণ খ. তথ্য অনুসন্ধান
গ. তথ্য পাচার ঘ. তথ্য ব্যবহার
উত্তরঃ ক. তথ্য সংরক্ষণ
৩৯। কোনটি সবচেয়ে আধুনিক যোগাযোগ প্রযুক্তি?
ক. পোস্টাল ডাক খ. ইন্টারনেট
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
উত্তরঃ খ. ইন্টারনেট
৪০। ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছিল?
ক. যোগাযোগ প্রযুক্তি খ. শিক্ষা প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. চিকিৎসা প্রযুক্তি
উত্তরঃ খ. শিক্ষা প্রযুক্তি
৪১। কোনটির আবিষ্কার মানুষকে মুখস্ত করায় শ্রম থেকে অনেকটা মুক্তি দিয়েছে?
ক. লিপি
খ. কাগজ
গ. কম্পিউটার
ঘ. টেপ রেকর্ডার
উত্তরঃ গ. কম্পিউটার
৪২। তথ্য জানার সাথে সাথে আর কী করতে হয়?
ক. গোপন করতে হয় খ. মুছে ফেলতে হয়
গ. সংরক্ষণ করতে হয়
ঘ. যোগাযোগ করতে হয়
উত্তরঃ গ. সংরক্ষণ করতে হয়
৪৩। যেকোনো পরিস্থিতি সম্পর্কে সংগৃহীত খবরকে কী বলে?
ক. তথ্য খ. উপাত্ত
গ. সংবাদ ঘ. সংকেত
উত্তরঃ. ক. তথ্য
৪৪। তুমি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য খুঁজতে চাও। তুমি ধফফৎবংং নড়ী-এ কী লিখবে?
ক. িি মিড়ড়মষব.পড়স
খ. িি মিড়ড়মষব.পড়স
গ. িি.িমড়ড়মষব.পড়স
ঘ. িিমি.ড়ড়মষব.পড়স
উত্তরঃ গ. িি.িমড়ড়মষব.পড়স
৪৫। কোনটির সাহায্যে ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করা যায়?
ক. সিপিইউ খ. মনিটর
গ. পেনড্রাইভ ঘ. মাউস
উত্তরঃ গ. পেনড্রাইভ
৪৬। গুগল কী?
ক. সার্চ ইঞ্জিন খ. ব্রাউজিং সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
উত্তরঃ খ. ব্রাউজিং সফটওয়্যার
৪৭। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াটির নাম কী?
ক. ইন্টারনেট খ. গুগল
গ. ওয়েবসাইট ঘ. ওয়েবপেজ
উত্তরঃ ক. ইন্টারনেট
৪৮। নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার?
ক. গুগল খ. বিং
গ. মজিলা ফায়ারফক্স ঘ. ইয়াহু
উত্তরঃ গ. মজিলা ফায়ারফক্স
৪৯। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো--
ক. কৃষি প্রযুক্তি খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. গৃহনির্মাণ প্রযুক্তি
উত্তরঃ গ. তথ্য প্রযুক্তি
৫০. তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. টিভি খ. রেডিও
গ. সংবাদপত্র ঘ. সিডি
উত্তর : ঘ. সিডি
৫১. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. বাস খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন ঘ. ঘড়ি
উত্তর : গ. মোবাইল ফোন
আবহাওয়া ও জলবায়ু
১। বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা যায়?
ক. কতটা গরম বা ঠান্ডা
খ. জলীয়বাষ্প কম না বেশি
গ. বায়ু ঘন না হালকা
ঘ. রোদ কম না বেশি
উত্তরঃ কতটা গরম বা ঠান্ডা
২। বর্ষাকালে কেন বৃষ্টি বেশি হয়?
ক. বায়ুর তাপমাত্রা বেশি বলে
খ. বায়ুর চাপ বেশি বলে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
ঘ. বায়ু শুষ্ক বলে
উত্তরঃ গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
৩। বায়ুরচাপ কমে গেলে কী দেখা দেয়?
ক. ঝড় খ. বৃষ্টি
গ. তাপপ্রবাহ ঘ. শৈতপ্রবাহ
উত্তরঃ ক. ঝড়
৪। বাংলাদেশের কোনটি প্রতিবছর দেখা যায়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. কালবৈশাখী ঘ. হারিকেন
উত্তরঃ গ. কালবৈশাখী
৫। আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?
ক. সময়ে খ. স্থানে
গ. নামে ঘ. বৈশিষ্ট্যে
উত্তরঃ ক. সময়ে
৬। ভারত মহাসাগরের উৎপন্ন ঘূর্ণিঝড়কে কি বলা হয়?
ক. টাইফুন খ. সাইক্লোন
গ. টর্নেডো ঘ. জলোচ্ছ্বাস
উত্তরঃ খ. সাইক্লোন
৭। সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয় কখন?
ক. গ্রীষ্মকালে ও শরৎকালে
খ. শীতকালে ও বর্ষাকালে
গ. শীত ও বসন্তকালে
ঘ. শরৎ ও শীতকালে
উত্তরঃ শীতকালে ও বর্ষাকালে
৮। ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয় কোথায়?
ক. চীন ও মধ্য এশিয়ার
খ. আরবদেশ ও দক্ষিণ এশিয়ার
গ. জাপান ও পূর্ব এশিয়ায়
ঘ. রাশিয়া ও পশ্চিম এশিয়ায়
উত্তরঃ জাপান ও পূর্ব এশিয়ায়
৯। বাংলাদেশের জলবায়ু কী রূপ?
ক. গরম খ. আদ্র
গ. শীতল ঘ. গরম ও আদ্র
উত্তরঃ ঘ. গরম ও আদ্র
১০। রাশিয়ার জলবায়ু কোন ধরনের?
ক. গরম খ. আদ্র
গ. শীতল ঘ. উষ্ণ
উত্তরঃ গ. শীতল
১১। কোন দিন খুব ভাবসা গরম লাগলে বা প্রচুর আম হলে সেদিন কোনটি লক্ষ করা যায়?
ক. বৃষ্টি খ. ঝড়
গ. শিলাবৃষ্টি ঘ. প্রচন্ডরোধ
উত্তরঃ ক. বৃষ্টি
১২। বায়ুচাপ কম বা বেশি হলে নিচের কোনটি সৃষ্টি হয়?
ক. নিম্নচাপ খ. বায়ুপ্রবাহ
গ. উচ্চচাপ ঘ. জলীয়বাষ্প
উত্তরঃ খ. বায়ুপ্রবাহ
১৩। বাংলাদেশে শীতকালে বায়ু কোন দিকে হতে কোনদিকে প্রবাহিত হয়?
ক. দক্ষিণ থেকে উত্তর দিকে
খ. পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ. পশ্চিম থেকে পূর্বদিকে
উত্তরঃ ঘ. পশ্চিম থেকে পূর্বদিকে
১৪। সূর্য কোন সময়ে বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দেয়?
ক. শরৎকালে খ. গ্রীষ্মকালে
গ. বর্ষাকালে ঘ. গ্রীষ্মকালে
উত্তরঃ খ. গ্রীষ্মকালে
১৫। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোথায়?
ক. হিমালয়ে খ. মহাসাগরে
গ. নদীতে ঘ. সূর্য বিকিরণে
উত্তরঃ খ. মহাসাগরে
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়