বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
আমাদের জীবনে তথ্য ১১। যান্ত্রিক প্রযুক্তিতে কাঁচামাল হলো বা শক্তি তথ্য প্রযুক্তিতে কাঁচামাল কোনটি? ক. তথ্য খ. প্রযুক্তি গ. বিজ্ঞান ঘ. ধর্ম উত্তরঃ ক. তথ্য ১২।বর্তমানে এক ধরনের প্রযুক্তি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তিকে কী বলে? ক. আইটি খ. আইসিটি গ. আইএসটি ঘ. আইটিসি উত্তরঃ খ. আইসিটি ১৩। বর্তমান যুগকে বলা হয়- ক. প্রাচীন যুগ খ. মধ্যম যুগ গ. তথ্য প্রযুক্তির যুগ ঘ. আধুনিক যুগ উত্তরঃ গ. তথ্য প্রযুক্তির যুগ ১৪। বর্তমান যুগে প্রতি মুর্হুত কীসের উপর নির্ভরশীল? ক. কম্পিউটার খ, টেলিভিশন গ. তথ্য প্রযুক্তি ঘ. চিঠি উত্তরঃ গ. তথ্য প্রযুক্তি ১৫। ইন্টারনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি? ক. ভিডিও কনফারেন্স খ. রেলগাড়ি চালনা গ. বিমান চালনা ঘ. মোটর গাড়ি চালনা উত্তরঃক. ভিডিও কনফারেন্স ১৬। তথ্য প্রযুক্তি বলতে বোঝায়? ক. তথ্যসংগ্রহ করা খ. তথ্যের প্রক্রিয়া করা গ. তথ্য প্রেরণ করা ঘ. তথ্য সংগ্রহও তথ্যের প্রক্রিয়া করা উত্তরঃ ঘ. তথ্য সংগ্রহও তথ্যের প্রক্রিয়া করা ১৭। আধুনিক পৃথিবীকে কী বলা হয়? ক. রসায়ন প্রযুক্তির পৃথিবী খ. জৈব প্রযুক্তির পৃথিবী গ. তথ্য প্রযুক্তির পৃথিবী ঘ. কৃষি প্রযুক্তির পৃথিবী উত্তরঃ গ. তথ্য প্রযুক্তির পৃথিবী ১৮। কোনটি তথ্য প্রযুক্তির কাজ? ক. তথ্যধারণ খ. তথ্য সংরক্ষণ গ. তথ্য বিশ্লেষণ ঘ. সবগুলোই উত্তরঃ ঘ. সবগুলোই ১৯। তথ্য প্রযুক্তিতে তথ্যকে বলা হয়- ক. উৎপাদন খ. প্রক্রিয়াকরণ গ. ওয়েব পেজ ঘ. কাঁচামাল উত্তরঃ ঘ. কাঁচামাল ২০। কোনটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপস্নব এনেছে? ক. রেডিও খ. টেলিভিশন গ. টেলিফোন ঘ. ইলেকট্রনিক কম্পিউটার উত্তরঃ ইলেকট্রনিক কম্পিউটার ২১। তথ্য পাঠানো ও গ্রহণ করার সচেতন চমকপ্রদ পদ্ধতি কোনটি? ক. মোবাইল ফোন খ. টেলিফোন গ. ফ্যাক্স ঘ. কম্পিউটার নেটওয়ার্ক উত্তরঃ ঘ. কম্পিউটার নেটওয়ার্ক ২২। কোনটি তথ্য প্রযুক্তির কাজ? ক. তথ্য প্রেরণ করা খ. তথ্য প্রচার করা গ. তথ্য ধারণ করা ঘ. ক ও গ উত্তরঃ ঘ. ক ও গ ২৩। অনিকা তার ইউনিভার্সিটির ভর্তির বিজ্ঞপ্তি বাসায় বসে দেখতে গেল। এ ক্ষেতে সে কোন মাধ্যমে ব্যবহার করেছে? ক. পেনড্রাইভ খ. ইন্টারনেট গ. মোবাইল ঘ. রেডিও উত্তরঃ খ. ইন্টারনেট ২৪। যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে তাকে কী বলে? ক. তথ্য সংগ্রহ খ. তথ্য বিনিময় গ. তথ্য সংরক্ষণ ঘ. তথ্য বিপস্নব উত্তরঃ খ. তথ্য বিনিময় ২৫। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ কয়টি? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি উত্তরঃ গ. ৪টি ২৬। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? ক. মনিটর খ. মেমরি গ. গুগল ঘ. সিপিইউ উত্তরঃ ঘ. সিপিইউ ২৭। কম্পিউটারের কোনটি নেই? ক. স্মৃতি খ. কাজ করার ক্ষমতা গ. বুদ্ধি বিবেচনা ঘ. নির্ভুলতা উত্তরঃ গ. বুদ্ধি বিবেচনা ২৮। নিচের কোনটি চড়ৎঃধনষব সবসড়ৎু নয়? ক. মেমরিকার্ড খ. পেনড্রাইভ গ. সিপিইউ ঘ. ডিভিডি উত্তরঃ গ. সিপিইউ ২৯। বিশ্বজুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে কী বলে? ক. ইন্টারনেট খ. ফ্যাক্স গ. মোবাইল ঘ. রিমোট কন্ট্রোল উত্তরঃ ক. ইন্টারনেট ৩০। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? ক. ইয়াহু খ. ইন্টারনেট এক্সপেস্নায়ার গ. গুগল ক্রোম ঘ. সবগুলোই উত্তরঃ ক. ইয়াহু ৩১। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? ক. মজিলা খ. গুগল ক্রোম গ. গুগল ঘ. অপেরমিনি উত্তরঃ গ. গুগল ৩২। কোনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী নেটওয়ার্ক? ক. মোবাইল খ. ইন্টারনেট গ. গুগল ঘ. ইয়াহু উত্তরঃ খ. ইন্টারনেট ৩৩। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বড় পরিবর্তনের মাধ্যম কোনটি? ক. ঘোড়া খ. ঢোল গ. কবুতর ঘ. ইন্টারনেট উত্তরঃ ঘ. ইন্টারনেট ৩৪। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম কয়টি? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ, ৫টি উত্তরঃ ক. ২টি ৩৫। তুমি ইন্টারনেটের মাধ্যমে তথ্য অনুসন্ধান করতে পার। এ জন্য কোন ব্রাউজিং সফটওয়্যারটি তুমি ব্যবহার করবে? ক. ফায়ারফক্স খ. গুগল গ. মাইক্রোসফট ঘ. ইন্টারনেট উত্তরঃ ক. ফায়ারফক্স ৩৬। নিরা ইন্টারনেটের সাহায্যে ছবি ডাউনলোড করে। সে নিচের কোনটি ব্যবহার করে? ক. বাষ্পীয় ইঞ্জিন খ. পেট্রোল ইঞ্জিন গ. ডিজেল ইঞ্জিন ঘ. সার্চ ইঞ্জিন উত্তরঃ ঘ. সার্চ ইঞ্জিন ৩৭। ইন্টারনেট এক্সপেস্নারার কী? ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস গ. হার্ডওয়্যার ঘ. ব্রাউজিং সফটওয়্যার উত্তরঃ ঘ. ব্রাউজিং সফটওয়্যার