একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৬৬. সমাজকর্ম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করে-
র) ব্যক্তির
রর) দলের
ররর) সমষ্টির
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৬৭. সমাজকর্মের বহুল প্রচলিত সংজ্ঞা প্রদান করেছেন কে?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর থ্যাকারি
গ) বি ডবিস্নউ শেফার ঘ) আরমান্ডো মরেলেস
উত্তর : ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার
৬৮. আর্থ-সামাজিক পরিবেশ সৃষ্টির জন্য মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা প্রয়োজন। এজন্য কোনটির প্রতি বেশি গুরুত্ব প্রদান করা উচিত?
ক) ব্যক্তির সুপ্ত ক্ষমতা সাধনের প্রতি
খ) ব্যক্তির মানবতাবোধের প্রতি
গ) ব্যক্তির চরিত্রের প্রতি
ঘ) ব্যক্তির দেহ গঠনের প্রতি
উত্তর : ক) ব্যক্তির সুপ্ত ক্ষমতা সাধনের প্রতি
৬৯. সমাজকর্মকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
ক) তাত্ত্বিক বিজ্ঞান খ) প্রায়োগিক বিজ্ঞান
গ) ঐতিহাসিক বিজ্ঞান ঘ) ভৌগোলিক বিজ্ঞান
উত্তর : খ) প্রায়োগিক বিজ্ঞান
৭০. শিক্ষক আতিকুর রহমান মনে করেন, সমাজকর্মীর পেশাগত শিক্ষা অপরিহার্য। পেশাগত শিক্ষা অপরিহার্য হওয়ার কারণ হিসেবে প্রযোজ্য-
র) পেশাগত দক্ষতার জন্য
রর) পেশাগত দক্ষতার জন্য
ররর) পেশাগত ব্যক্তির নিজস্ব স্বার্থ হাসিলের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৭১. উদ্দীপকের '?' চিহ্নিত ঘরে কোনটি প্রযোজ্য?
ক) সমাজকল্যাণের পরিধি
খ) সমাজকর্মের পরিধি
গ) সমাজকল্যাণের বৈশিষ্ট্য
ঘ) সমাজকর্মের বৈশিষ্ট্য
উত্তর : ঘ) সমাজকর্মের বৈশিষ্ট্য
৭২. উক্ত বিষয়গুলোর শনাক্তকরণের সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান হিসেবে যথার্থ কোনটি?
ক) জাতিসংঘ খ) বিশ্ব ব্যাংক
গ) এডিবি ঘ) ইউনিসেফ
উত্তর : ক) জাতিসংঘ
৭৩. সমাজকর্মের মূল লক্ষ্য পর্যালোচনা করলে পাওয়া যায়-
র) ক্ষমতার বিকাশ
রর) ক্ষমতার উন্নয়ন
ররর) ক্ষমতার সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৭৪. সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো-
ক) বস্তুগত সহায়তা প্রদান
খ) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
গ) সামগ্রিক কল্যাণ সাধন
ঘ) সামাজিক পরিবর্তন আনয়ন
উত্তর : গ) সামগ্রিক কল্যাণ সাধন
৭৫. সমাজকর্ম সাহায্যার্থীকে কীভাবে সেবা প্রদান করে?
ক) অর্থের মাধ্যমে
খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
গ) উৎসাহ প্রদানের মাধ্যমে
ঘ) আইনি সহায়তার মাধ্যমে
উত্তর : খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
৭৬. পৃথিবীতে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়-
ক) পারস্পরিক বোধ থেকে খ) ধর্মীয় বোধ থেকে
গ) ব্যক্তিগত বোধ থেকে ঘ) খ ও গ
উত্তর : ঘ) খ ও গ
\হ৭৭. সক্ষমকারী পেশা বলতে কী বোঝায়?
ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করা
ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
উত্তর : ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
৭৮. 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থের লেখক কে?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি
গ) রবার্ট এল বার্কার ঘ) মোরেলেস ও শেফার
উত্তর : ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার
৭৯. সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলি গ্রহণ করে-
র) চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য
রর) অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য
ররর) ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) রর ও ররর
৮০. প্রতিটি ব্যক্তির সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, তা সুষ্ঠুভাবে পালনে না করলে কী ঘটে?
ক) সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়
খ) সমাজ দ্রম্নত পরিবর্তন হয়
গ) সমাজের ভারসাম্য নষ্ট হয় ঘ) সমাজ মন্থর হয়ে পড়ে
উত্তর : খ) সমাজ দ্রম্নত পরিবর্তন হয়
সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
১. ইংল্যান্ডে কে সর্বপ্রথম সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন?
ক) রানী এলিজাবেথ খ) রাজা অষ্টম হেনরি
গ) রাজা তৃতীয় এডওয়ার্ড
ঘ) স্যার উইলিয়াম হেনরি বিভারিজ
উত্তর : খ) রাজা অষ্টম হেনরি