বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে ১৪ ফেব্রম্নয়ারি ওই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে প্রশিক্ষণ কোর্সে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মাঝে সনদ তুলে দেন অতিথিরা। জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ডক্টর বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর ছাজেদা আখতার।