সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শহীদ রফিকউদ্দিন আহমদ (৩০ অক্টোবর ১৯২৬-২১ ফেব্রম্নয়ারি ১৯৫২) ছিলেন একজন ভাষা আন্দোলনকর্মী। যিনি রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ হিসেবে ভূষিত করা হয়।
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন?

উত্তর : আইন বিভাগ

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ বিদু্যৎ উৎপাদনের ক্ষেত্রে কত শতাংশ প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল?

উত্তর : ৫৯ শতাংশ।

প্রশ্ন : বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত কবে জন্মগ্রহণ করেন?

উত্তর : ৩০ অক্টোবর, ১৯০১।

প্রশ্ন : বাংলাদেশ কোন সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে?

উত্তর : ১৯৭৩ সালে

প্রশ্ন : বাংলাদেশের ২০৪১ সাল নাগাদ নবায়ণযোগ্য শক্তি থেকে বিদু্যৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?

উত্তর : ৪০ গিগাওয়াট

প্রশ্ন : বাংলাদেশের কৃষিতে যন্ত্রের ব্যবহার শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৮০ সালে।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সৌরশক্তি রোডম্যাপ অনুযায়ী ২০৪১ সাল নাগাদ নবায়ণযোগ্য শক্তি থেকে বিদু্যৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?

উত্তর : ৪০ গিগাওয়াট।

প্রশ্ন : বাংলাদেশের মোট কত শতাংশ জমির ব্যবহার করে নবায়ণযোগ্য শক্তির মাধ্যমে সম্পূর্ণ জ্বালানি চাহিদা মেটানো সম্ভব?

উত্তর : মোট জমির ৪ শতাংশ।

প্রশ্ন : বিদু্যৎ ও জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে কত সাল পর্যন্ত জ্বালানি মজুদ আছে?

উত্তর : ২০৩১ সাল।

প্রশ্ন : বিষুবরেখার সন্নিকটে হওয়ায় বাংলাদেশ প্রতিদিন কী পরিমাণ বিকিরণ লাভ করে?

উত্তর : ৪-৬.৫ কিলোওয়াট আওয়ার/বর্গমিটার

প্রশ্ন : ভারতের বৃহত্তম গ্রন্থগার কোনটি?

উত্তর : ন্যাশনাল লাইব্রেরি।

প্রশ্ন : ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রফিকউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৯২৬ সালের ৩০ অক্টোবর

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন সাবেক ভাইস প্রেসিডেন্ট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন?

উত্তর : সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে