৪৮. এসিড বৃষ্টি হওয়ার কারণ কোনটি?
ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার
খ. রাসায়নিক সারের ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার
ঘ. কয়লাভিত্তিক বিদু্যৎকেন্দ্র
উত্তর: ঘ. কয়লাভিত্তিক বিদু্যৎকেন্দ্র
৪৯. কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মূল কারণ কোনটি?
ক. খাদ্য চাহিদা পূরণ
খ. অধিক মুনাফা অর্জন
গ. ক্ষতিকর পোকা দমন
ঘ. কীটনাশকের ব্যবহার হ্রাস
উত্তর:খ. অধিক মুনাফা অর্জন
৫০. বিজ্ঞান কী?
ক. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান
খ. শক্তি সম্পর্কিত জ্ঞান
গ. জীব সম্পর্কিত জ্ঞান
ঘ. জড় সম্পর্কিত জ্ঞান
উত্তর: ক. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান
৫১. শাবল, কোদাল, লাঙল কী?
ক. অবৈজ্ঞানিক প্রযুক্তি
খ. যান্ত্রিক প্রযুক্তি
গ. কৃষি যান্ত্রিক প্রযুক্তি
ঘ. কৃষি জৈব প্রযুক্তি
উত্তর: ঘ. কৃষি জৈব প্রযুক্তি
৫২. বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় কীভাবে?
ক. যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে
খ. জৈব প্রযুক্তির মাধ্যমে
গ. রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে
ঘ. শিক্ষা প্রযুক্তির মাধ্যমে
উত্তর: গ. রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে
৫৩. ট্রাক্টর ও সেচ পাম্প কী?
ক. প্রাচীন কৃষি যন্ত্রপাতি
খ. মধ্যযুগের কৃষি যন্ত্রপাতি
গ. আধুনিক কৃষি যন্ত্রপাতি
ঘ. অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি
উত্তর:গ. আধুনিক কৃষি যন্ত্রপাতি
৫৪. আমরা কোনটি পুড়িয়ে বিদু্যৎ উৎপাদন করি?
ক. কয়লা খ. কাঠ
গ. খড় কুটো ঘ. বায়োগ্যাস
উত্তর:ক. কয়লা
৫৫. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি কিসের ক্ষতিকর প্রভাব?
ক. শব্দ দূষণ খ. পানি দূষণ
গ. বায়ু দূষণ ঘ. মাটি দূষণ
উত্তর: গ. বায়ু দূষণ
৫৬. কোনটির ব্যবহার নেশায় পরিণত হয়?
ক. বিজ্ঞানের খ. প্রযুক্তির
গ. দৈনন্দিন জিনিসপত্রের ঘ. খেলনার
উত্তর: খ. প্রযুক্তির
৫৭. সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কয়টি কাজ করতে হয়?
ক. ৩ খ. ৪
গ. ২ ঘ. ৫
উত্তর: খ. ৪
৫৮. শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও যাতায়াত এগুলো কী?
ক. প্রযুক্তির প্রকারভেদ
খ. বিজ্ঞানের প্রকারভেদ
গ. প্রযুক্তি ব্যবহারের নানাক্ষেত্র
ঘ. প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের নানা ক্ষেত্র
উত্তর: গ. প্রযুক্তি ব্যবহারের নানাক্ষেত্র
৫৯. চাকা কী?
ক. সরল প্রযুক্তি খ. কঠিন প্রযুক্তি
গ. প্রাচীন প্রযুক্তি ঘ. অত্যাধুনিক প্রযুক্তি
উত্তর: গ. প্রাচীন প্রযুক্তি
৬০. কোনটি সঠিক?
ক. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই
খ. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়
গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে
ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই
উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে
৬১. শিল্পবিপস্নব কখন হয়েছিল?
ক. ১৭ শতক খ. ১৮ শতক
গ. ১৯ শতক ঘ. ২০ শতক
উত্তর: খ. ১৮ শতক
৬২. কোনটি রাসায়নিক প্রযুক্তি?
ক. সার খ. ট্রাক্টর
গ. উচ্চ ফলনশীল উদ্ভিদ ঘ. সেচ পাম্প
উত্তর: ক. সার
৬৩. নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?
ক. অধ্যয়ন খ. অনুশীলন
গ. লেখা ঘ. পর্যবেক্ষণ
উত্তর: ঘ. পর্যবেক্ষণ
আমাদের জীবনে তথ্য
১। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. বাস খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন ঘ. ঘড়ি
উত্তরঃ গ. মোবাইল ফোন
২। তুমি নিজ বাড়ি থেকে দূরে কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. রেডিও ঘ. প্রজেক্টর
উত্তরঃ ক. ইন্টারনেট
৩। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. গুগল খ. পিপীলিকা
গ. ফেসুবক ঘ. টেলিফোন
উত্তরঃ গ. ফেসুবক
৪। তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে-
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম
গ. যাতায়াত ঘ. কৃষিশ্রম
উত্তরঃ খ. কায়িক শ্রম
৫। কয়জনের সাথে তথ্য বিনিময় করতে হবে?
ক. দুইজনের সাথে
খ. তিনজনের সাথে
গ. পাঁচজনের সাথে
ঘ. সকলের সাথে
উত্তরঃ ঘ. সকলের সাথে
৬। তথ্য আমাদের কীভাবে সাহায্য করে?
ক. নতুন কিছু শিখতে
খ. পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে
গ. অসচেতন হতে
ঘ. ঘুমাতে
উত্তরঃ ক. নতুন কিছু শিখতে
৭। কাদের সাথে তথ্য আদান প্রদান করতে হবে?
ক. বুদের খ. আত্মীয়দের
গ. পরিবারের ঘ. সবগুলো সঠিক
উত্তরঃ ঘ. সবগুলো সঠিক
৮। কথাবার্তার মাধ্যমে মনোভাব আদান প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?
ক. তথ্য বিনিময় খ. যোগাযোগ
গ. আদান প্রদান ঘ. সামাজিকীকরণ
উত্তরঃ ক. তথ্য বিনিময়
৯। ইন্টারনেট অর্থ কী?
ক. বিশাল নেটওয়ার্ক খ. ক্ষুদ্র নেটওয়ার্ক
গ. মাছ ধরার জাল ঘ. মাঝারি নেটওয়ার্ক
উত্তরঃ ক. বিশাল নেটওয়ার্ক
১০। নিচের কোনটি আইসিটি?
ক. থামোমিটার খ. ট্রাক্টর
গ. কম্পিউটার ঘ কলম
উত্তরঃ গ. কম্পিউটার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়