২৭। উক্ত ভাবের উপজীব্য হলো ্ত
র. পলিস্ন প্রকৃতি রর. চঞ্চলতা ররর. দুঃখ-কষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর
উত্তর :ঘ) র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
সুমন ও সিমা দুই ভাই-বোন। তারা একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু সুমন তার কোনো কিছু সিমাকে দেয় না। এমনকি সুমন সিমার অনেক জিনিস লুকিয়ে রাখে।
২৮। উদ্দীপকের সুমন 'আম আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) দুর্গা খ) হরিহর গ) অপু ঘ) সর্বজয়া
উত্তর :গ) অপু
২৯। উক্ত সাদৃশ্যের কারণ হলো-
র. নির্বুদ্ধিতা
রর. ছেলেমানুষিকতা
ররর. দুরন্তপনা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর
উত্তর :খ) রর
৩০। শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর :খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩১। টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশির দাম কত?
ক. দুই পয়সা খ. তিন পয়সা
গ. দেড় পয়সা ঘ. চার পয়সা
উত্তর :ঘ. চার পয়সা
৩২। দুর্গার বয়স কত?
ক. দশ বছর খ. এগারো বছর
গ. দশ-এগারো বছর ঘ. নয়-দশ বছর
উত্তর : গ. দশ-এগারো বছর
৩৩। অপুকে দুর্গা নিম্নস্বরে কী বলল?
র. তেল-টেল যেন মেঝেতে ঢালিসনে
রর. সাবধানে নিবি
ররর. বাবা টের পেলে ক্ষতি নেই
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র ও ররর
উত্তর :গ. র ও রর
৩৪। হরিহরের বাড়ির অবস্থা কেমন?
র. অনেকদিন মেরামত হয়নি
রর. জানালার কপাট সব ভাঙা
ররর. সামনের দিকের রোয়াক ভাঙা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৩৫। হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে?
ক. অন্নদা রায় খ. নীলমণি রায়
গ. ভুবন মুখুয্যে ঘ. মজুমদার মহাশয়
উত্তর :ক. অন্নদা রায়
৩৬। টুনি খুবই দুরন্ত। সারা দিন এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ায়। টুনি 'আম-আঁটির ভেঁপু'- গল্পের কার প্রতিনিধি?
ক. অপু খ. দুর্গা
গ. পটলি ঘ. সর্বজয়া
উত্তর :খ. দুর্গা
৩৭। হরিহর কোথায় তাগাদা করতে গিয়েছিল?
ক. জেলেপাড়ায় খ. শিমুলতলায়
গ. দশঘরায় ঘ. আটঘরায়
উত্তর :গ. দশঘরায়
৩৮। দুর্গা আঁচলের খুট খুলে কী বের করেছিল?
ক. নাটা ফলের বিচি খ. কাঁঠালের বিচি
গ. আমের বিচি ঘ. রড়া ফলের বিচি
উত্তর : ঘ. রড়া ফলের বিচি
৩৯। 'কোথায় গেলি রে দিদি'- উক্তিটিতে অপুর যে দিকটি প্রকাশ পায়-
ক. আহ্লাদ খ. দুঃখ
গ. হতাশা ঘ. বোকামি
উত্তর :ক. আহ্লাদ
৪০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন তার রচনায়-
র. প্রাকৃতিক সৌন্দর্যের আলেখ্য নির্মাণ করে
রর. গ্রাম বাংলার সহজ-সরল জীবনযাপনের আলেখ্য নির্মাণ করে
ররর. প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্য বর্ণনা করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৪১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯২ খ. ১৮৯৩
গ. ১৮৯৪ ঘ. ১৯৮৫
উত্তর : গ. ১৮৯৪
৪৮. বিভূতিভূষণ মৃতু্যবরণ করেন কত তারিখে?
ক. ১৯৫০ সালের ১ অক্টোবর
খ. ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর
গ. ১৯৫৩ সালের ১ অক্টোবর
ঘ. ১৯৫৩ সালের ১ সেপ্টেম্বর
উত্তর :ক. ১৯৫০ সালের ১ অক্টোবর
৪৯. জারা অর্থ-
র. জীর্ণ করা রর. কুচি কুচি করা ররর. একটি মেয়ের নাম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৫০. কালমেঘ
র. ঔষধি গাছ রর. কালো মেঘ ররর. তিক্ত স্বাদের গাছ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
৫১. আম-আঁটির ভেঁপু গল্পে সর্বজয়া চরিত্রটি কী হয়ে উঠেছে?
ক. রাগী নারীর চরিত্র
খ. দারিদ্র্যক্লিষ্ট নারীর প্রতিচ্ছবি
গ. সন্তানবৎসল নারীর প্রতিচ্ছবি
ঘ. পলিস্ন-মায়ের শাশ্বত চরিত্র
উত্তর :ঘ. পলিস্ন-মায়ের শাশ্বত চরিত্র
৫২. আম-আঁটির ভেঁপু গল্পটি কী?
ক. পলিস্নর দরিদ্রপূর্ণ জীবনের আখ্যান
খ. আম চুরি করে খাওয়ার ঘটনা
গ. দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান
ঘ. পলিস্নর কুসংস্কারপূর্ণ জীবনের প্রতিচ্ছবি
উত্তর :গ. দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়