দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৭। দুর্গার হাতে কী ছিল?
ক) আম খ) তেঁতুল
গ) নারিকেলের মালা ঘ) টিনের বাটি
উত্তর :গ) নারিকেলের মালা
৮। দুর্গার হাতে নারিকেলের মালায় কী ছিল?
ক) নারিকেল খ) আম
গ) জাম ঘ) লিচু
উত্তর :খ) আম
৯। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন?
ক) ভয়ে খ) ইচ্ছে করে
গ) চুরির ভয়ে ঘ) বন্ধুদের না দেওয়ার জন্য
উত্তর :ক) ভয়ে
১০। দুর্গা কাঁঠালতলায় দাঁড়িয়ে অপুকে ডাকছিল কেন?
ক) মায়ের খোঁজ নিতে খ) তেল-নুন আনার জন্য
গ) আম খাওয়ার জন্য ঘ) খেলা করার জন্য
উত্তর :খ) তেল-নুন আনার জন্য
১১। দুর্গার ডাক শুনে অপু কড়িগুলো লুকিয়ে ফেলল কেন?
ক) না দেওয়ার জন্য খ) ভয়ে
গ) হিংসা করে ঘ) মায়ের জন্য
উত্তর :খ) ভয়ে
১২। দুর্গা অপুর কাছে মায়ের ঘাট থেকে আসার কথা জানতে চাইল কেন?
ক) রান্নার জন্য খ) আম খাওয়ার জন্য
গ) ভাত খাওয়ার জন্য ঘ) তেঁতুল খাওয়ার জন্য
উত্তর :খ) আম খাওয়ার জন্য
১৩। 'রোয়াক' শব্দের অর্থ কী?
ক) উঠান খ) ঘর
গ) মাঠ ঘ) বারান্দা
উত্তর :ঘ) বারান্দা
১৪। অপু তেল ও নুন আনতে চাইল না কেন?
ক) রাগ করে খ) ঠাঁই পাবে না বলে
গ) মায়ের কারণে ঘ) কথা না শোনার কারণে
উত্তর :গ) মায়ের কারণে
১৫। তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন?
ক) না জানানোর কারণে খ) কুসংস্কারের কারণে
গ) অপচয়ের কারণে ঘ) কথা না শোনার কারণে
উত্তর :খ) কুসংস্কারের কারণে
১৬। অপু ছোট টিনের বাক্সটি খুলল যে কারণ্তে
র. খেলার জন্য
রর. ভেঁপু বাঁশির জন্য
ররর. মাটির পুতুলের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) রর ও ররর
উত্তর :গ) র ও রর
১৭। অপু দুর্গার ডাক শুনে তার খেলনাগুলো লুকিয়ে ফেলল্ত
র. আতঙ্কে
রর. ভয়ে
ররর. না দেখানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) রর ও ররর
উত্তর : ঘ) রর ও ররর
১৮। তুই অতগুলো খাবি দিদি? অপুর এ কথা বলার কারণ অপু দুর্গাক্তে
\হর. কম দেওয়ায়
\হরর. অতিরিক্ত খাওয়ায়
\হররর. না দেওয়ায়
\হনিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র
১৯। দুর্গা দ্রম্নত আমগুলো গিলতে লাগল যে কারণ্তে
র. অপুকে না দেওয়ার জন্য
রর. মায়ের ডাক শুনে
ররর. ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
২০। 'তেলের ভাঁড় ছুঁলে মারবে যে? আমার কাপড় যে বাসি?' ্ত উক্তিটিতে কোন বিষয় নিহিত রয়েছে?
ক) মাতৃভক্তি খ) কুসংস্কার
গ) ভীতি ঘ) ধর্মীয় সচেতনতা
উত্তর :খ) কুসংস্কার
২১। দুর্গা চরিত্রের মাধ্যমে কোনটি উপস্থাপিত হয়েছে?
ক) পলিস্ন কিশোরীর জীবন
খ) পলিস্নর চিরায়ত শৈশব
গ) পলিস্ন প্রকৃতির চিত্র
ঘ) পলিস্নর জীবন-প্রকৃতি
উত্তর :খ) পলিস্নর চিরায়ত শৈশব
২২। 'তুই একটা হাবা ছেলে।' উক্তিটি অপুর কোন পরিচয় বহন করে?
ক) পাগলামির খ) নির্বুদ্ধিতার
গ) অসহায়ত্বের ঘ) হীন মানসিকতার
উত্তর :খ) নির্বুদ্ধিতার
২৩। দুর্গাদের বাড়ির আশপাশে কোনো বাড়ি না থাকায় কোন ভাবসত্যটি ফুটে ওঠে?
ক) দরিদ্রতার খ) পলিস্নর
গ) জনশূন্যতার ঘ) রক্ষণশীলতার
উত্তর :গ) জনশূন্যতার
২৪। হরিহর রায়ের বসতবাড়ির বর্ণনায় কোনটি প্রকাশ পায়?
ক) সামাজিক অবস্থা খ) অর্থনৈতিক অবস্থা
গ) বংশমর্যাদা ঘ) ধর্মীয় অবস্থা
উত্তর :খ) অর্থনৈতিক অবস্থা
২৫। দুর্গার নিরীহ মুখে বাড়িতে ফেরার কারণ হিসেবে কোনটি চিহ্নিত করা যায়?
ক) ক্ষুধার্ত খ) মাতৃস্নেহের কাতরতা
গ) মাতৃশ্রদ্ধা ঘ) মাতৃভীরুতা
উত্তর :ঘ) মাতৃভীরুতা
নিচের উদ্দীপকটি পড়ে এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
রবীন্দ্রনাথ ঠাকুর তার 'ছুটি' গল্পে পলিস্নর এক দুরন্ত কিশোরের কথা বর্ণনা করেছেন। এ গল্পের কেন্দ্রীয় চরিত্রে ফটিক যেন আমাদের কিশোর জীবনের চিরায়ত চিত্র স্মরণ করিয়ে দেয়।
২৬। উদ্দীপকটি কোন রচনার সমান্তরাল ভাব বহন করে?
ক) অভাগীর স্বর্গ খ) আম আঁটির ভেঁপু
গ) নিমগাছ ঘ) দেনাপাওনা
উত্তর :খ) আম আঁটির ভেঁপু
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়