প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?
উত্তর :জাপান।
প্রশ্ন :মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বগি থাকবে কতটি করে?
উত্তর :৬টি।
প্রশ্ন :মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?
উত্তর :৫ টাকা।
প্রশ্ন :মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?
উত্তর :সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
প্রশ্ন :প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?
উত্তর :২ হাজার ৩০৮ জন।
প্রশ্ন : মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?
উত্তর :১০০ কি.মি/ঘণ্টা।
প্রশ্ন :মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?
উত্তর :তিনতলা।
প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি পস্ন্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?
উত্তর :১৮০ মিটার।
প্রশ্ন :'উহ্যনাম পন্ডিত' কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর :সুকুমার রায়
প্রশ্ন :'মাল্টার' রাজধানীর নাম কী?
উত্তর :ভালেস্নত্তা।
প্রশ্ন :'রাগবি বিশ্বকাপ-২০২৩'-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
উত্তর :দক্ষিণ আফ্রিকা (রানার্স আপ:নিউজিল্যান্ড)
প্রশ্ন :'রিকেন' কোন দেশভিত্তিক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান?
উত্তর :জাপান।
প্রশ্ন :২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির আসর বসবে কোন দেশে?
উত্তর :পাকিস্তান।
প্রশ্ন :২০৪১ সাল নাগাদ নবায়নযোগ্য সৌরশক্তি থেকে কত গিগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হবে?
উত্তর :৪০ গিগাওয়াট।
প্রশ্ন : অরুনাচল প্রদেশকে চীনারা কী নামে ডাকে?
উত্তর :জাংনান।
প্রশ্ন : আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুরের ভ্রূণ বেড়ে উঠেছে বলে দাবি করেছে কোন দেশের বিজ্ঞানীরা?
উত্তর : জাপানের