প্রকৃতি ও পরিধি
১. 'সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে।'-সংজ্ঞাটি কার?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর থ্যাকারি
গ) বি ডবিস্নউ শেফার ঘ) আরমান্ডো মরেলেস
উত্তর : ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার
২. 'ঝড়পরধষ ডড়ৎশ : অ চৎড়ভবংংরড়হ ড়ভ গধহু ঋধপবং' - গ্রন্থটি কার লেখা?
ক) ডধষঃবৎ অ. ঋৎরবফষধহফবৎ
খ) জবী অ.ংশরফসড়ৎব ধহফ গরষঃড়হ এ.ঞযধপশবৎু
গ) অৎসধহফড় গড়ৎধষবং ধহফ ইৎধফভড়ৎফ ঝযবধভড়ৎ
ঘ) জড়নবৎঃ খ. ইধৎশবৎ
উত্তর : গ) অৎসধহফড় গড়ৎধষবং ধহফ ইৎধফভড়ৎফ ঝযবধভড়ৎ
৩. ব্রাউন সমাজকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর :গ) ৪টি
৪. সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের জ্ঞান রয়েছে?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
উত্তর : খ) ৩ ধরনের
৫. জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর :খ) ৩টি
৬. কোনটি সমাজকর্মের প্রধান লক্ষ্য?
ক) সামগ্রিক কল্যাণ খ) মানবসম্পদ উন্নয়ন
গ) সম্পদের সদ্ব্যবহার ঘ) সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা
উত্তর : ক) সামগ্রিক কল্যাণ
৭. সমাজকর্ম অর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে-
র) মানুষের চাহিদা পূরণের মাধ্যমে
রর) সুসমন্বিত নীতি প্রণয়নের মাধ্যমে
ররর) মানুষের জীবনমানের উন্নয়ন সাপেক্ষে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৮. 'ঈড়হপবঢ়ঃ ধহফ সবঃযড়ফং ড়ভ ংড়পরধষ ড়িৎশ' গ্রন্থটির রচয়িতা কে?
ক) ডধষঃবৎ অ. ঋৎরবফষধহফবৎ
খ) জবী অ.ংশরফসড়ৎব ধহফ গরষঃড়হ এ.ঞযধপশবৎু
গ) অৎসধহফড় গড়ৎধষবং ধহফ ইৎধফভড়ৎফ ঝযবধভড়ৎ
ঘ) জড়নবৎঃ খ.ইধৎশবৎ
উত্তর : ক) ডধষঃবৎ অ. ঋৎরবফষধহফবৎ
৯. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক) সামাজিক সম্পর্ক তৈরির মাধ্যমে
খ) সকল মানুষের কল্যাণ সাধন করে
গ) জনগণের দক্ষতা বৃদ্ধি করে
ঘ) ব্যক্তিগত সমস্যার সমাধান
উত্তর :খ) সকল মানুষের কল্যাণ সাধন করে
১০. আধুনিক সমাজকর্ম কোন ধরনের কার্যক্রমের উপর বেশি জোর দেয়?
ক) সংশোধনমূলক খ) উন্নয়নমূলক
গ) প্রতিরোধমূলক ঘ) প্রতিকারমূলক
উত্তর :ক) সংশোধনমূলক
১১. সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন কে?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি
গ) বি শেফার ঘ) আরমান্ডো মোরেলেস
উত্তর : খ) স্কিডমোডর ও থ্যাকারি
১২. 'সমাজকর্ম' প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি?
ক) ঝড়পরধষ ডবষভধৎব খ) ঝড়পরড়ষড়মু
গ) ঝড়পরধষ ডড়ৎশ ঘ) ঝড়পরধষ ঝবৎারপব
উত্তর : গ) ঝড়পরধষ ডড়ৎশ
১৩. একজন সমাজকর্মীকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
ক) পরিবর্তন প্রতিনিধি খ) শিক্ষক
গ) অভিভাবক ঘ) গবেষক
উত্তর :ক) পরিবর্তন প্রতিনিধি
১৪. সমাজকর্ম সমাজের কোন স্তরের মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী?
ক) নিম্নস্তরের খ) মধ্যস্তরের
গ) উচ্চস্তরের ঘ) সর্বস্তরের
উত্তর : ঘ) সর্বস্তরের
১৫. বর্তমান সমাজ কী নির্ভর?
ক) প্রযুক্তিনির্ভর খ) কৃষিনির্ভর
গ) শিক্ষানির্ভর ঘ) আত্মনির্ভর
উত্তর :ক) প্রযুক্তিনির্ভর
১৬. সমাজ জীবনে যান্ত্রিক উৎকর্ষতা সৃষ্টির কারণ কী?
ক) রুশ বিপস্নব খ) শিল্প বিপস্নব
গ) রেনেসাঁ ঘ) অরেঞ্জ বিপস্নব
উত্তর :খ) শিল্প বিপস্নব
১৭. সমাজকর্ম প্রতিটি মানুষকে কীভাবে তার অধিকার সম্পর্কে সজাগ রাখে?
ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে
খ) দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
গ) মূল্যবোধের বিকাশ ঘটিয়ে
ঘ) মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে
উত্তর : ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে
১৮. সমাজকর্মের লক্ষ্য অর্জনের ঘঅঝড প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো-
র) সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
রর) কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
ররর) মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
১৯. নিচের কোনটি সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত করে?
ক) নৈতিক অবক্ষয় খ) অর্থনৈতিক অনগ্রসরতা
গ) সামাজিক অবক্ষয় ঘ) মূল্যবোধের অবক্ষয়
উত্তর : খ) অর্থনৈতিক অনগ্রসরতা
২০. সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কোন ক্ষেত্রে সহায়তা করে থাকে?
ক) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে
খ) মনোবল সৃষ্টিতে
গ) সামাজিকীকরণে
ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে
উত্তর : ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে
২১. সমাজকর্মের পরিধি কেমন?
ক) সংকীর্ণ খ) ব্যাপক ও বিস্তৃত
গ) চাহিদামাফিক ঘ) কোনোটিই নয়
উত্তর :খ) ব্যাপক ও বিস্তৃত
২২. সমাজকর্ম একটি-
র) কলা রর) বিজ্ঞান ররর) ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
২৩. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে?
ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে
খ) অর্থ সরবরাহের ব্যবস্থা করে
গ) শিক্ষা বিস্তারের মাধ্যমে
ঘ) বিভিন্ন পরামর্শ প্রদান করে
উত্তর : ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়