আন্তঃবিশ্ববিদ্যালয় জুডোতে আকিবের স্বর্ণপদক জয়
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকিব হায়দার ইমন আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। ফাইনাল রাউন্ডে আকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে এ স্বর্ণপদক জিতেন। আকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে বুধবার আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতা শেষে আকিবের হাতে পুরস্কার তুলে দেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ। ফাইনালে ঢাবির প্রতিযোগীকে মাত্র চার মিনিটে ফুল সেটে হারিয়ে এই স্বর্ণপদক লাভ করেন আকিব। স্বর্ণপদকজয়ী আকিব হায়দার ইমন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয়ে জুডো প্রতিযোগিতায় খেলতে পেরে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম ম্যামকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি ম্যামকে গিয়ে জানাই আমি খেলাটি খেলতে চাই। তখন তিনি আমাকে ডেকে বলেছেন, খেলাটি হবে এবং আশা করি, তুমি ভালো
করবে। আলস্নাহর অশেষ রহমতে ভালো কিছুই হয়েছে।