৩১. কোন উক্তিটি শুদ্ধ?
ক) সূয এর্ক গ্রহ
খ) সূর্য একটি নক্ষত্র
গ) সূর্য একটি গ্রহাণু
ঘ) সুর্য একটি উপগ্রহ
উত্তরঃ খ) সূর্য একটি নক্ষত্র
৩২. সৌরজগতের গ্রহ কয়টি?
ক) সাতটি খ) আটটি
গ) নয়টি ঘ) দশটি
উত্তরঃ খ) আটটি
৩৩. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক) বুধ খ) পৃথিবী
গ) শনি ঘ) নেপচুন
উত্তরঃ ক) বুধ
৩৪. মহাকাশ বিজ্ঞানীরা গবেষণার কোন যন্ত্রটি ব্যবহার করেন?
ক) দূরবীক্ষণ যন্ত্র
খ) অণুবীক্ষণ যন্ত্র
গ) থার্মোমিটার
ঘ) মাইক্রোস্কোপ
উত্তরঃ ক) দূরবীক্ষণ যন্ত্র
৩৫. পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়?
ক) রৈখিক খ) বৃত্তাকার
গ) আহ্নিক ঘ) বার্ষিক
উত্তরঃ ঘ) বার্ষিক
৩৬. মহাকাশের বস্তু মিল্কিওয়ে কী?
ক) একটি নক্ষত্র
খ) একটি উপগ্রহ
গ) একটি গ্যালাক্সি
ঘ) একটি ধুমকেতু
উত্তরঃ গ) একটি গ্যালাক্সি
৩৭. আমাদের কয় ঋতু?
ক) ৫ খ) ৬
গ) ৭ ঘ) ৮
উত্তরঃ খ) ৬
৩৮.কিসের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়?
ক) চাঁদের খ) পৃথিবীর
গ) বুধের ঘ) শনির
উত্তরঃ ক) চাঁদের
৩৯. কোনটির দশা পরিবর্তন হয়?
ক) পৃথিবী খ) চাঁদ
গ) সূর্য ঘ) শুক্র
উত্তরঃ খ) চাঁদ
৪০. চাঁদ সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেছেন কে?
ক) গ্যালিলিও খ) নিউটন
গ) হাকিংস ঘ) আইনস্টাইন
উত্তরঃ ক) গ্যালিলিও
৪১. পৃথিবীর চারদিকে কোনটি ঘিরে আছে?
ক) সূয খ) চন্দ্র
গ) সমুদ্র ঘ) বায়ুমন্ডল
উত্তরঃ ঘ) বায়ুমন্ডল
৪২. সূর্য এবং এর গ্রহ উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ নিয়ে একত্রে কোনটি গঠিত?
ক) বিশ্বজগৎ
খ) সৌরজগৎ
গ) নক্ষত্রমন্ডলী
ঘ) জ্যোতিষ্কমন্ডলী
উত্তরঃ খ) সৌরজগৎ
৪৩. যখন পৃথিবীর উত্তর গোলার্দে সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশ কোন ঋতু থাকে?
ক) গ্রীষ্ম খ) বর্ষা
গ) শরৎ ঘ) শীত
উত্তরঃ ক) গ্রীষ্ম
৪৪. লাটিম যেমন নিজ অক্ষের চারদিকে ঘুরে পৃথিবীও তেমনি কার চারদিকে ঘুরে?
ক) চাদ খ) সূর্য
গ) তারা ঘ) ছায়াপথ
উত্তরঃ খ) সূর্য
৪৫. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয়-
ক) মহাকাশ বিজ্ঞান
খ) পদার্থ বিজ্ঞান
গ) সৌরবিজ্ঞানী
ঘ) জ্যোতিবিজ্ঞান
উত্তরঃ ঘ) জ্যোতিবিজ্ঞান
৪৬. পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায়। এর ফলে কোনটি ঘটে?
ক) দিন ও রাত
খ) ঋতু পরিবর্তন
গ) পূর্ণিমা হয়
ঘ) বছর হয়
উত্তরঃ ক) দিন ও রাত
৪৭. যদি আমরা আলোর গতির চেয়ে অর্ধেক গতিতে চলতে পারতাম তাহলে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগত?
ক) ৬৫,০০০ বছর
খ) ১,৩০,০০০ বছর
গ) ২,৬০,০০০ বছর
ঘ) ৫,২০,০০০ বছর
উত্তরঃ গ) ২,৬০,০০০ বছর
৪৮. শিমুল তার ছোট ভাইকে মহাকাশের মিল্কিওয়ে নামে একটি বস্তুর কথা বলল। বস্তুটি মূলত কী?
ক) তারকা খ) সূর্য
গ) চাদ ঘ) গ্যালাক্সি
উত্তরঃ ঘ) গ্যালাক্সি
৪৯. মে থেকে জুন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল। এ সময় পৃথিবী কোন গোলার্ধে হেলে থাকে?
ক) দক্ষিণ গোলার্ধে
খ) পূর্ব গোলার্ধে
গ) উত্তর গোলার্ধে
ঘ) পশ্চিম গোলার্ধে
উত্তরঃ গ) উত্তর গোলার্ধে
৫০. চাঁদ হলো পৃথিবীর একমাত্র-
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) নক্ষত্র
ঘ) গ্যালাক্সি
উত্তরঃ খ) উপগ্রহ
৫১. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূযের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে কোন ঋতু বিরাজমান?
ক) শীতকাল খ) গ্রীষ্মকাল
গ) শরৎকাল ঘ) বসন্তকাল
উত্তরঃ ক) শীতকাল
৫২. কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে
খ. চাঁদ একটি উপগ্রহচ
গ. চাঁদ একটি গ্রহ
ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘুরে
উত্তরঃ ক ও খ
৫৩. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ২৪ দিন খ. ২৭ দিন
গ. ৩৬৫ দিনচ ঘ. ৭ দিন
উত্তরঃ গ. ৩৬৫ দিন