একাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (প্রথম পত্র)

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মেহেদী হাসান, প্রভাষক, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম, কুমিলস্না
২৬. জনাব আয়েশা খাতুনের প্রতি মাসে ২,০০০ টাকা ব্যাংকে জমানোর ফলে দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে? র. মূলধন বাড়বে রর. সুদের হার বাড়বে ররর. কর আয় বাড়বে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ২৭. উৎপাদনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানকে একত্রিত করে নিচের কোনটি? ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন উত্তর :ঘ. সংগঠন ২৮. কাদের 'ঈধঢ়ঃধরহ ড়ভ ওহফঁংঃৎরবং' বলা হয়? ক. শ্রমিকদের খ. সংগঠকদের গ. কর্মকর্তাদের ঘ. কর্মচারীদের উত্তর :খ. সংগঠকদের ২৯. সংগঠনের বৈশিষ্ট্য হলো- র. দলীয় প্রচেষ্টা রর. শ্রমবিভাগ ররর. সম্পর্ক নির্ণায়ক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৩০. মালিকানার ভিত্তিতে সংগঠন কত প্রকার? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭ উত্তর :ঘ. ৭ ৩১. ১৯৩২ সালের আইন অনুযায়ী পরিচালিত হয় কোনটি? ক. একমালিকানা সংগঠন খ. অংশীদারি সংগঠন গ. যৌথ মূলধনী সংগঠন ঘ. সমবায় সমিতি উত্তর : খ. অংশীদারি সংগঠন ৩২. কোনটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী- র. প্রাইভেট লিমিটেড কোম্পানি রর. পাবলিক লিমিটেড কোম্পানি ররর. যৌথ মূলধনী কোম্পানি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৩৩. একই শ্রেণিভুক্ত মানুষ নিয়ে গঠিত সংগঠন কোনটি? ক. একমালিকানা সংগঠন খ. অংশীদারি সংগঠন গ. যৌথ মূলধনী সংগঠন ঘ. সমবায় সমিতি উত্তর : ঘ. সমবায় সমিতি ৩৪. বিশ্বের নামকরা দুই কোম্পানি লাফার্জ এবং হোলসিম কোম্পানি নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে একসঙ্গে ব্যবসা পরিচালনা করাকে কী বলে? ক. যৌথ মূলধনী কোম্পানি খ. ব্যবসায় জোট গ. যৌথ উদ্যোগ ঘ. রাষ্ট্রীয় ব্যবসা উত্তর : খ. ব্যবসায় জোট ৩৫. বিদেশি পুঁজি ও প্রযুক্তির আগমন ঘটে কোন সংগঠনের মাধ্যমে? ক. যৌথ মূলধনী ব্যবসায় খ. ব্যবসায় জোট গ. যৌথ উদ্যোগে ব্যবসায় ঘ. রাষ্ট্রীয় সংগঠন উত্তর : গ. যৌথ উদ্যোগে ব্যবসায় ৩৬. 'ওয়াসা' কী ধরনের সংগঠন? ক. যৌথ মূলধনী খ. সমবায় সমিতি গ. যৌথ উদ্যোগ ঘ. রাষ্ট্রীয় সংগঠন উত্তর : ঘ. রাষ্ট্রীয় সংগঠন ৩৭. দ্রম্নত সিদ্ধান্ত ও সহজ গঠন কোন সংগঠনের বৈশিষ্ট্য? ক. একমালিকানা খ. অংশীদারি গ. যৌথ মূলধনী ঘ. সমবায় উত্তর :ক. একমালিকানা ৩৮. অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে তুলনামূলক গুরুত্ব বেশি কোন উপকরণের? ক. ভূমি ও শ্রম খ. শ্রম ও মূলধন গ. মূলধন ও সংগঠন ঘ. ভূমি ও মূলধন উত্তর : ক. ভূমি ও শ্রম ৩৯. শিল্পভিত্তিক অর্থনীতিতে কোন উপকরণের গুরুত্ব সবচেয়ে বেশি? ক. ভূমি ও শ্রম খ. শ্রম ও মূলধন গ. মূলধন ও সংগঠন ঘ. ভূমি ও মূলধন উত্তর : গ. মূলধন ও সংগঠন উদ্দীপকটি পড়ে এবং ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও : সানিয়া তার চারজন বান্ধবীকে নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। এ ক্ষেত্রে তারা সমভাবে মূলধন সরবরাহ করে লাভ-লোকসান সমভাবে বণ্টনের চুক্তি করেন। সেবার চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটির মালিকগণ ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে আইনের আওতায় নিবন্ধন করে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। ৪০. সানিয়াদের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন? ক. একমালিকানা খ. অংশীদারি গ. যৌথ মূলধনী ঘ. সমবায় উত্তর : খ. অংশীদারি ৪১. উদ্দীপকে সানিয়াদের ব্যবসায় সম্প্রসারণ ঘটলে- র. যৌথ মূলধনী কোম্পানি হবে রর. কর্মসংস্থান সৃষ্টি হবে ররর. জাতীয় আয় বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৪১. সাভারের আশুলিয়ায় অসংখ্য পোশাকশিল্প গড়ে ওঠার কারণ- র. আঞ্চলিক শ্রম বিভাগের সুবিধা রর. অবকাঠামোগত সুযোগ-সুবিধা ররর. শ্রম জোগানের সুবিধা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৪২. নিচের কোনটি শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ায়? ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন উত্তর : গ. মূলধন ৪৩. মূলধনকে আয়ের উৎস বলে অভিহিত করেছেন কে? ক. বোম বয়ার্ক খ. চ্যাপম্যান গ. লিপসে ঘ. মার্শাল উত্তর :ঘ. মার্শাল ৪৪. কোনটি উৎপাদনের চালিকাশক্তি? ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন উত্তর :গ. মূলধন ৪৫. মূলধন হলো- র. নিষ্ক্রিয় উপাদান রর. উৎপাদনশীল উপাদান ররর. গতিশীল উপাদান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর উদ্দীপকটি পড়ে এবং ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও : জনাব সালেহিন বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে টমেটোর চাষ করেন। তার উৎপাদিত টমেটো বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে গিয়ে দোকান না পেয়ে এক ব্যবসায়ীর কাছে কম দামে বিক্রি করে দেন। তিনি তার ব্যবসায় নিয়ে চিন্তিত। ৪৬. উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণটির অভাব পরিলক্ষিত হয়েছে? ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন উত্তর : গ. মূলধন ৪৭. জনাব সালেহীনের চিন্তা লাঘবে করণীয় হলো- র. উন্নত গুদামজাতকরণ রর. দ্রম্নততম পরিবহণ ব্যবস্থা ররর. খুচরা বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর