জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়- উত্তর:কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম প্রশ্ন :কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- উত্তর:কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ প্রশ্ন :বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী? উত্তর:হাইগ্রোমিটার প্রশ্ন :ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি- উত্তর:অঁঃড়পষধাব প্রশ্ন :উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম- উত্তর:অলটিমিটার প্রশ্ন :ক্রিস্টফার কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেন? উত্তর:১৪৯২ প্রশ্ন :ইলেকট্রোন কে আবিষ্কার করেন? উত্তর:থমসন প্রশ্ন :কৃত্রিম জিন আবিষ্কার করেন- উত্তর :হরগোবিন্দ খোরানা প্রশ্ন :বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর :জেমস ওয়াট প্রশ্ন :ক্রোমাজোম কে আবিষ্কার করেন? উত্তর :স্ট্রাসবুর্গার প্রশ্ন :ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়? উত্তর :ম্যাসর্ যাপিড ট্রানজিট। প্রশ্ন :মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী? উত্তর :কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম। প্রশ্ন :ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে? উত্তর :২৬ জুন ২০১৬। প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল? উত্তর :২০ দশমিক ১০ কিলোমিটার। প্রশ্ন :ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত? উত্তর :২১ দশমিক ২৬ কিলোমিটার। প্রশ্ন :ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী? উত্তর :ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রশ্ন :ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী? উত্তর :দিলিস্ন মেট্রোরেল করপোরেশন।