বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
মহাবিশ্ব ১. দিন রাত্রির কারণ হলো- ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে খ) সূর্য উদয় হয় ও অস্ত যায় গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায় ঘ) চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে উত্তরঃ ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে ২. ঋতু পরিবর্তন হয় কখন? ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য গ) পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে উত্তরঃ খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য ৩. কোনটি সৌরজগতের বন্তু নয়? ক) পৃথিবী খ) ধূমকেতু গ) গ্যালাক্সি ঘ) চাঁদ উত্তরঃ গ) গ্যালাক্সি ৪. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি? ক) চাঁদ খ) গ্যালাক্সি গ) নীহারিকা ঘ) সূর্য উত্তরঃ ঘ) সূর্য ৫. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের কী বলে? ক) চন্দ্র খ) নক্ষত্র গ) উল্কা ঘ) নীহারিকা উত্তরঃ খ) নক্ষত্র ৬. বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে তৈরি হয় কোনটি? ক) নীহারিকা খ) নক্ষত্র গ) মহাবিশ্ব ঘ) সৌরজগৎ উত্তরঃ গ) মহাবিশ্ব ৭. কোথায় অসংখ্য নক্ষত্র আছে? ক) সৌরজগতে খ) ছায়াপথে গ) গ্রহে ঘ) উপগ্রহে উত্তরঃ খ) ছায়াপথে ৮. চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত? ক) গ্রহ খ) নক্ষত্র গ) জ্যোতিষ্ক ঘ) নীহারিকা উত্তরঃ গ) জ্যোতিষ্ক ৯. সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি? ক) ৭ খ) ৮ গ) ৯টি ঘ) ১০টি উত্তরঃ খ) ৮ ১০. পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে? ক) ৭ খ) ৮ গ) ৯টি ঘ) ১০ উত্তরঃ ক) ৭ ১১. কোনটি পৃথিবীর নিকটতম তারকা? ক) চাঁদ খ) সূর্য গ) ধূমকেতু ঘ) বুধ উত্তরঃ খ) সূর্য ১২. সৌরজগতের কোনটির নিজের আলো আছে? ক) পৃথিবী খ) চাঁদ গ) সূর্য ঘ) শুকতারা উত্তরঃ গ) সূর্য ১৩. সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ রয়েছে? ক) ৯টি খ) ২৪টি গ) ৩৫টি ঘ) ৪১টি উত্তরঃ ঘ) ৪১টি ১৪. বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে? ক) ১৬টি খ) ১৭টি গ) ২০টি ঘ) ২১টি উত্তরঃ ক) ১৬টি ১৫. উপগ্রহ কোনটি? ক) ছায়াপথ খ) সূর্য গ) চন্দ্র ঘ) পৃথিবী উত্তরঃ গ) চন্দ্র ১৬. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ? ক) সূর্য গ) চাঁদ গ) মঙ্গল ঘ) শুক্র উত্তরঃ গ) চাঁদ ১৭. পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে? ক) বুধ খ) চাঁদ গ) শুক্র ঘ) শনি উত্তরঃ খ) চাঁদ ১৮. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে? ক) ১টি (খ) ২টি গ) ৩টি (ঘ) ৪টি উত্তরঃ ক) ১টি ১৯. চাঁদের আলো কোন ধরনের আলো? ক) প্রতিফলিত খ) প্রতিসরিত গ) নিজস্ব ঘ) ধার করা উত্তরঃ ক) প্রতিফলিত ২০. পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক কোনটি? ক) বুধ খ) শুক্র গ) মঙ্গল ঘ) চাঁদ উত্তরঃ ঘ) চাঁদ ২১. সূর্যের নিকটতম গ্রহ কোনটি? ক) বুধ খ) শুক্র গ) পৃথিবী ঘ) মঙ্গল উত্তরঃ ক) বুধ ২২. কোনটির নিজের আলো আছে? ক) পৃথিবী খ) চাঁদ গ) সূর্য ঘ) বুধ উত্তরঃ গ) সূর্য ২৩. পৃথিবী চাঁদের কত গুণ বড়? ক) ৩০ গুণ খ) ৪০ গুণ গ) ৫০ গুণ ঘ) ৬০ গুণ উত্তরঃ গ) ৫০ গুণ ২৪. সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে- ক) ৩০০ দিন খ) ৩৬৪ দিন গ) ৩৬৫ দিন ঘ) ৪০০ দিন উত্তরঃ গ) ৩৬৫ দিন ২৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? ক) বৃহস্পতি খ) শুক্র গ) বুধ ঘ) মঙ্গল উত্তরঃ ক) বৃহস্পতি ২৬. সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? ক) ১০ কোটি কি.মি. খ) ১৫ কোটি কি. মি. গ) ১৪ কোটি কি. মি. ঘ) ২০ কোটি কি.মি. উত্তরঃ খ) ১৫ কোটি কি. মি. ২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? ক) ৮.১৮ মি. খ) ৮.২০ মি. গ) ৮.৩২ মি. ঘ) ৮.১৬ মি. উত্তরঃ খ) ৮.২০ মি. ২৮. বাইনাকুলার দিয়ে আকাশ দেখলে অসংখ্য উল বস্তু দেখা যায়। এদেরকে কী বলে? ক) মেঘ খ) জ্যোতিষ্ক গ) বরফ খন্ড ঘ) নীহারিকা উত্তরঃ খ) জ্যোতিষ্ক ২৯. কোনটি বড়? ক) চন্দ্র খ) সূর্য গ) পৃথিবী ঘ) মঙ্গল উত্তরঃ খ) সূর্য ৩০. কোনটি সৌরজগতের বস্তু নয়? ক) পৃথিবী খ) ধুমকেতু গ) গ্যালাক্সি ঘ) চাদ উত্তরঃ গ) গ্যালাক্সি পরবর্তী অংশ আগামী সংখ্যায়