একাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (প্রথম পত্র)
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মেহেদী হাসান, প্রভাষক, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম, কুমিলস্না
৭. নিচের কোনটি মানুষ চাইলেও বৃদ্ধি করতে পারে না?
ক. শ্রম খ. মূলধন
গ. ভূমি ঘ. উপযোগ
উত্তর :গ. ভূমি
৮. ভূমি হলো-
র. কাঁচামালের জোগানদাতা
রর. আদিম ও অক্ষয়
ররর. বিকল্প ব্যবহারযোগ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
নাটোরের জলবায়ু ও মাটি ড্রাগন ফল চাষের অত্যন্ত উপযোগী হওয়ায় এ এলাকায় উন্নত জাতের ড্রাগন ফলের উৎপাদন বেশি। এ কারণে জনাব ইদ্রিস এ অঞ্চলের ড্রাগন ফল সারা দেশে সরবরাহ করে প্রচুর মুনাফা অর্জন করেন।
৯. জনাব ইদ্রিসের ব্যবসায়িক সফলতায় কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর :ক. ভূমি
১০. সারাদেশে ড্রাগন ফল সরবরাহের ফলে ড্রাগন ফলের-
র. উপযোগ বৃদ্ধি পাবে
রর. চাহিদা পূরণ হবে
ররর. উৎপাদন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
১১. উৎপাদনশীলতার ধরন অনুযায়ী শ্রম কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর : ক. ২
১২. উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর : খ. শ্রম
১৩. একটি দেশ শ্রমের জোগান বৃদ্ধি করতে পারে-
র. শিশুজন্ম হার বৃদ্ধির মাধ্যমে
রর. শ্রমের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
ররর. কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. সিফাত সাভারের আশুলিয়ায় 'সারা এ্যাপারেলস লি.' নামক একটি পোশাক শিল্পের উৎপাদন বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। সেখানে তিনি দেখলেন যে, সাভারের আশুলিয়ায় আরও অসংখ্য পোশাক শিল্প রয়েছে এবং হাজারো শ্রমিক-কর্মচারী বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে কাজ করছেন।
১৪. মি. সিফাতের শ্রম কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত?
ক. অনুৎপাদনশীল খ. শারীরিক
গ. মানসিক ঘ. কৌশলগত
উত্তর :গ. মানসিক
১৫. সাভারের আশুলিয়ায় অসংখ্য পোশাকশিল্প গড়ে ওঠার কারণ-
র. আঞ্চলিক শ্রম বিভাগের সুবিধা
রর. অবকাঠামোগত সুযোগ-সুবিধা
ররর. শ্রম জোগানের সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১৬. নিচের কোনটি শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ায়?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর : গ. মূলধন
১৭. মূলধনকে আয়ের উৎস বলে অভিহিত করেছেন কে?
ক. বোম বয়ার্ক খ. চ্যাপম্যান
গ. লিপসে ঘ. মার্শাল
উত্তর :ঘ. মার্শাল
১৮. কোনটি উৎপাদনের চালিকাশক্তি?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর :গ. মূলধন
১৯. মূলধন হলো-
র. নিষ্ক্রিয় উপাদান
রর. উৎপাদনশীল উপাদান
ররর. গতিশীল উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সালেহিন বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে টমেটোর চাষ করেন। তার উৎপাদিত টমেটো বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে গিয়ে দোকান না পেয়ে এক ব্যবসায়ীর কাছে কম দামে বিক্রি করে দেন। তিনি তার ব্যবসায় নিয়ে চিন্তিত।
২০. উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণটির অভাব পরিলক্ষিত হয়েছে?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর : গ. মূলধন
২১. জনাব সালেহীনের চিন্তা লাঘবে করণীয় হলো-
র. উন্নত গুদামজাতকরণ
রর. দ্রম্নততম পরিবহণ ব্যবস্থা
ররর. খুচরা বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২২. 'মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান'-কে বলেছেন?
ক. বোম বয়ার্ক খ. চ্যাপম্যান
গ. লিপসে ঘ. মার্শাল
উত্তর :ক. বোম বয়ার্ক
২৩. মূলধনে গঠনের সূত্র-
ক. মোট উৎপাদন + ভোগ খ. মোট উৎপাদন - ভোগ
গ. মোট উৎপাদন + আয় ঘ. মোট উৎপাদন - ব্যয়
উত্তর : খ. মোট উৎপাদন- ভোগ
২৪. মূলধন গঠনের তৃতীয় ধাপ কোনটি?
ক. সঞ্চয় সৃষ্টি খ. সঞ্চয়ের সামর্থ্য
গ. সঞ্চয়ের ইচ্ছা ঘ. সঞ্চয় সংগ্রহ
উত্তর : ঘ. সঞ্চয় সংগ্রহ
উদ্দীপকটি পড়ে এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আয়েশা খাতুন তার জমানো ১৫,০০০ টাকা দিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করেন। উক্ত সেলাই মেশিনটি দিয়ে তিনি জামা-কাপড় সেলাই করে প্রতিদিন ৬০০ টাকা করে আয় করছেন। ফলে এখন তিনি প্রতি মাসে ২,০০০ টাকা করে ব্যাংকে সঞ্চয় করতে পারেন।
২৫. উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণটি বেশি গুরুত্ব পেয়েছে?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
উত্তর :গ. মূলধন
পরবর্তী অংশ আগামী সংখ্যায়