প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় কমেছে আবেদনকারীর সংখ্যা
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চুয়েট প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ২৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া ৭ ফেব্রম্নয়ারি শেষ হয়েছে।
গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ৩২৩১টি আসনের বিপরীতে বাংলা ভার্সন হতে প্রায় ২২ হাজার ৭০০টি এবং ইংরেজি ভার্সন হতে প্রায় ২৬০টি আবেদন পড়েছে যা গতবারের তুলনায় কম। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সমসংখ্যক আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৭ হাজার ৭৭১। আসনপ্রতি আবেদনকারী ছিল ৮ দশমিক ৬ জন করে। তবে এবার আসনপ্রতি আবেদনকারী ৭ দশমিক ১০ জন।
এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চুয়েটের তথ্য শাখার (আইআইসিটি) সহকারী প্রোগ্রামার গোলাম মাহমুদ বলেন, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ২৩ হাজারের মতো। এতে ক ও খ উভয় বিভাগের শিক্ষার্থী রয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ১৮ ফেব্রম্নয়ারি প্রকাশ করা হবে।