একাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (প্রথম পত্র)
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মেহেদী হাসান, প্রভাষক, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম, কুমিলস্না
১৬. শিল্প খাতের উপখাত কয়টি?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
উত্তর :গ) ৪
১৭. খনিজ সম্পদ অনুসন্ধান কোন খাতের অন্তর্ভুক্ত?
ক) কৃষি খ) শিল্প
গ) সেবা ঘ) প্রযুক্তি
উত্তর :খ) শিল্প
১৮. বাসা বাড়িতে বিদু্যৎ ও গ্যাস সরবরাহ কোন খাতের অন্তর্ভুক্ত?
ক) উৎপাদন খ) শিল্প
গ) সেবা ঘ) আর্থিক
উত্তর :গ) সেবা
উদ্দীপকটি পড়ে এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
রংপুরের মি. আকিব যুব উন্নয়ন থেকে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের প্রশিক্ষণ নিয়ে তার নিজ বাড়িতে একটি খামার প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হন। সম্প্রতি তিনি একটি মৎস্য খামার প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত নেন। এজন্য কিছু শ্রমিক নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছেন।
১৯. উদ্দীপকে মি. আকিব উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত?
ক) কৃষি খ) শিল্প
\হগ) সেবা ঘ) প্রযুক্তি
উত্তর :ক) কৃষি
২০. উক্ত খাতের উৎপাদন কাজের সাথে বৃদ্ধি পায়-
র. জাতীয় আয়
রর. অর্থনৈতিক উনন্নয়ন
ররর. মানুষের ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
২১. উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
ক) জন ডবিস্নউ কেউড্রিক খ) অর্থনীতিবিদ কুয়েন্সনি
গ) পল এস স্যামুএলসন ঘ) ই এস বুফা
উত্তর :খ) অর্থনীতিবিদ কুয়েন্সনি
২২. কোনটি উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র?
ক) উৎপাদনশীলতা= ইনপুটস্টআউটপুট
খ) উৎপাদনশীলতা= আউটপুটস্টইনপুট
গ) উৎপাদনশীলতা= ইনপুটদ্ধআউটপুট
ঘ) উৎপাদনশীলতা= আউটপুট + ইনপুট
\হউত্তর : খ) উৎপাদনশীলতা= আউটপুটস্টইনপুট
২৩. উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় হলো-
র. আউটপুট বৃদ্ধি করে
রর. ইনপুট বৃদ্ধি করে
ররর. দক্ষতা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) র ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
সারা অ্যান্ড কোং-এর ২০২২ অর্থবছরে উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১ কোটি টাকা। এ সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল : কাঁচামাল ২০,০০,০০০ টাকা, বেতন ও মজুরি ৩০,০০,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ১৫,০০,০০০ টাকা। ২০২১ সালে তাদের উৎপাদনশীলতা ছিল ১.৯৭।
২৪. সারা অ্যান্ড কোং-এর ২০২২ সালের উৎপাদনশীলতা কত?
ক) ১.৬৩ খ) ১.৭৮
গ) ১.৫৪ ঘ) ১.৮৯
উত্তর : গ) ১.৫৪
২৫. সারা অ্যান্ড কোং-এর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য করণীয় হবে-
র. উন্নতমানের কাঁচামাল ব্যবহার
রর. শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া
ররর. দক্ষ উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
২৬. উৎপাদনশীলতার প্রকারভেদ কয়টি?
ক) ৩ খ) ৪
গ) ৫ ঘ) ৬
উত্তর : ঘ) ৬
২৭. আর্থিক উৎপাদনশীলতা= ?
ক) বিক্রয়মূল্য-কাঁচামাল
খ) বিক্রয়মূল্যস্টকাঁচামাল
গ) সংযোজিত মূল্য-রূপান্তর মূল্য
ঘ) সংযোজিত মূল্য স্ট রূপান্তর মূল্য
উত্তর : ঘ) সংযোজিত মূল্য স্ট রূপান্তর মূল্য
২৮. অর্থ বিনিয়োগের তুলনায় কী পরিমাণ আয় হচ্ছে তা জানা যায়-
ক) মূলধনের উৎপাদনশীলতা থেকে
খ) আর্থিক উৎপাদনশীলতা থেকে
গ) যন্ত্রের উৎপাদনশীলতা থেকে
ঘ. মোট উৎপাদনশীলতা থেকে
উত্তর : ক) মূলধনের উৎপাদনশীলতা থেকে
উদ্দীপকটি পড়ে এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
সেহরিশ কোম্পানির ২০২২ সালের মোট উৎপাদনশীলতা ২.৮। যেখানে কাঁচামাল, যন্ত্রের ও শ্রমের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ১.৮, ৪.৯ এবং ১.৭। তাদের উৎপাদিত পণ্যের মূল্য ছিল ২.২ কোটি টাকা। ২০২৩ সালে তাদের মোট উৎপাদনশীলতার লক্ষ্যমাত্রা হলো ৩।
২৯. ২০২২ সালে সেহরিশ কোম্পানির ব্যবহৃত উপকরণের মূল্য কত ছিল?
ক) ৫.১ কোটি খ) ৫.২ কোটি
গ) ৬.১ কোটি ঘ) ৬.২ কোটি
\হউত্তর : গ) ৬.১ কোটি
৩০. সেহরিশ কোম্পানির ২০২৩ সালের মোট উৎপাদনশীলতার লক্ষ্যমাত্রা অর্জনে বেশি গুরুত্ব দিতে হবে-
র. শ্রমের উৎপাদনশীলতায়
রর. কাঁচামালের উৎপাদনশীলতায়
ররর. আর্থিক উৎপাদনশীলতায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়