দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৮৯. ডেটাবেজে যেসকল ফিল্ডের ডেটা বর্ণানুক্রমিক- র. ব্যক্তির নাম রর. গ্রামের ঠিকানা ররর. ইউনিয়নের নাম নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১৯০. রিমা রামপুরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ের ডেটাবেজে তার বর্ণানুক্রমিক ডেটা হলো- র. নাম রর. রোল ররর. ঠিকানা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ১৯১. ডেটাবেজের যেসকল ফিল্ডের ডেটা সংখ্যানুক্রমিক- র. ক্রমিক নম্বর রর. জন্ম তারিখ ররর. বয়স নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১৯২. রিজভী তার অফিসের সকল শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটাবেজ তৈরি করছে। তার ডেটাবেজে একজন শ্রমিকের সংখ্যানুক্রমিক ডেটা হলো- র. তার নাম রর. তার বয়স ররর. তার বেতন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ১৯৩. একটি ডেটাবেজে ডেটাগুলো বিন্যস্তকরণের পর- র. কলামের অবস্থান পরিবর্তিত হবে রর. রেকর্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে ররর. রেকর্ডের তথ্য অপরিবর্তিত থাকবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও : মুহিন এবং তার পাঁচ বন্ধু মিলে 'খেলা ঘর' নামে একটি ক্লাব গঠন করল। ক্লাবের সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহিনের কম্পিউটারে সকল সদস্যের তথ্য সংরক্ষণ করে রাখা হবে। মুহিন জানাল সে এজন্য একটি ডেটাবেজ তৈরি করবে। ১৯৪. মুহিনের কম্পিউটারে কোনটি ইনস্টল করতে হবে? ক. মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট খ. মাইক্রোসফট ওয়ার্ড গ.মাইক্রোসফট অফিস এক্সেস ঘ. মজিলা ফায়ারবক্স উত্তর: গ.মাইক্রোসফট অফিস এক্সেস ১৯৫. কম্পিউটারে প্রোগ্রামটি চালু করার ক্ষেত্রে মুহিনের কাজের ধাপগুলো হবে- র. ঝঃধৎঃ মেনু হতে অষষ চৎড়মৎধস এ যাওয়া রর. গরপৎড়ংড়ভঃ ঙভভরপব মেনুতে ক্লিক করা ররর. গরপৎড়ংড়ভঃ ঙভভরপব অপপবংং কমান্ড সিলেক্ট করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১৯৬. ডেটাবেজ থেকে তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? ক. ঋরহফ খ. জবঢ়ষধপব গ. ঝবধৎপয ঘ. ঊহফ উত্তর:ক. ঋরহফ ১৯৭. ঐড়সব মেনুর ঋরহফ আইকনে ক্লিক করলে কোন ডায়ালগ বক্স আসবে? ক. ঋরহফ ধহফ জবঢ়ষধপব খ. ঋরহফ ধহফ বহঃৎু গ. ঋরহফ ধহফ নড়ী ঘ. ঋরহফ ডযধঃ উত্তর:ক. ঋরহফ ধহফ জবঢ়ষধপব ১৯৮. খালেদ হাসান তার অফিসের ডেটাবেজ থেকে প্রয়োজনীয় কিছু তথ্য খুঁজে বের করতে চান। এজন্য তাকে ঋরহফ ধহফ জবঢ়ষধপব ডায়ালগ বক্সের কোথায় টাইপ করতে হবে? ক. ঋরহফ ঘবীঃ আইকনে খ. ঋরহফ ধহফ জবঢ়ষধপব আইকনে গ. ঝবধৎপয আইকনে ঘ. ঋরহফ ডযধঃ আইকনে উত্তর:ঘ. ঋরহফ ডযধঃ আইকনে ১৯৯. ডেটাবেজে তথ্য অনুসন্ধান করার সঠিক পদ্ধতি কোনটি? ক. ঝঃধৎঃ ম ঋরহফ ম জবঢ়ষধপব ম গরপৎড়ংড়ভঃ ঙভভরপব অপপবংং খ. ঐড়সব গবহঁ ম ঋরহফ ম ঋরহফ ধহফ জবঢ়ষধপব ম ঋরহফ যিধঃ গ. অষষ চৎড়মৎধস ম ঋরহফ ম গরপৎড়ংড়ভঃ ঙভভরপব ম গরপৎড়ংড়ভঃ ঙভভরপব অপপবংং ঘ. ঋরহফ ম অষষ চৎড়মৎধস ম গরপৎড়ংড়ভঃ ঙভভরপব অপপবংং ম গরপৎড়ংড়ভঃ ঙভভরপব উত্তর: খ. ঐড়সব গবহঁ ম ঋরহফ ম ঋরহফ ধহফ জবঢ়ষধপব ম ঋরহফ যিধঃ ২০০. তথ্য খোঁজার ক্ষেত্রে ঋরহফ ধহফ জবঢ়ষধপব ডাডালগ বক্সের খড়ড়শ রহ ড্রপ ডাউন তালিকা থেকে কী সিলেক্ট করতে হয়? ক. ঘধসব খ. ঝঃধৎঃ গ. ঊহঃৎু ঘ. ঘব ি উত্তর: ক. ঘধসব ২০১. ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়- র. ফিল্ডের ভিত্তিতে রর. কলামের ভিত্তিতে ররর. রেকর্ডের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ২০২. ডেটাবেজ টেবিলের ডেটাকে বিন্যস্ত করা যায়- র. আরোহী পদ্ধতিতে রর. অবরোহী পদ্ধতিতে ররর. উভরোহী পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর