সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:সম্প্রতি কোন দেশ অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট যাওয়ার জন্য প্রথম স্থানে সম্মান পেয়েছেন? উত্তর:নেপাল। প্রশ্ন:আসামে কোন অঞ্চল থেকে বর্ষা আসে? উত্তর:বঙ্গোপসাগর। প্রশ্ন:২০১৮ সালের ডড়ৎষফ ঊধৎঃয উধু মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর:পস্নাস্টিক দূষণ রোধ করা। প্রশ্ন:কোন ব্যাংক আদিত্য বিড়লা লাইফের সঙ্গে জোট বেঁধেছেন? উত্তর:ইন্ডিয়ান ব্যাংক। প্রশ্ন:উরংপড়াবৎ ওহফরধ প্রকল্প চালু করেছেন? উত্তর:এয়ার ইন্ডিয়া। প্রশ্ন:কোন ব্যাংক স্বাস্থ্য ক্রেডিট কার্ড চালু করেছে? উত্তর:আরবিএল ব্যাংক। প্রশ্ন:বর্ষায় আরব সাগর এবং বঙ্গোপসাগরের শাখা কোথায় মিলিত হয়? উত্তর:গঙ্গার সমভূমিতে। প্রশ্ন:কোন দেশ আর্টিক রেল পরিষেবা চালু করেছে? উত্তর:রাশিয়া। প্রশ্ন:কোন সোশ্যাল নেটওয়ার্ক সংস্থা ভারতে ইন্টারেক্টিভ গেম শো 'কনফেটি' চালু করেছিল? উত্তর:ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সাইট। প্রশ্ন: দিলিস্ন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে হয়েছিলেন? উত্তর:বিচারপতি ধীরুভাই নারানভাই প্যাটেল। প্রশ্ন:ভারত সম্প্রতি কোন দেশের সাথে ডেটা চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর:মার্শাল দ্বীপ। প্রশ্ন:কোন ভারতীয় 'নিশান ইজউদ্দিন' পুরস্কার পেয়েছিলেন? উত্তর:নরেন্দ্র মোদি। প্রশ্ন:গান্ধী সাইকেলর্ যালি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর:সৌদি আরব। প্রশ্ন:বিশ্ব মহাসাগর দিবস কখন পালিত হয়? উত্তর:৮ জুন। প্রশ্ন:প্রথম এশিয়ান খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর:নয়াদিলিস্নতে। প্রশ্ন:বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র কোন দেশের? উত্তর:জাপানের।