প্রথম অধ্যায় (উৎপাদন)
১. উৎপাদনের সমার্থক শব্দ কোনটি?
ক) আবিষ্কার খ) বৃদ্ধি গ) উদ্ভাবন ঘ) পরিবর্তন
উত্তর :গ) উদ্ভাবন
২. উৎপাদনের প্রধান উদ্দেশ্য কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
উত্তর :খ) ২
৩. উৎপাদন হলো-
র. উপযোগ সৃষ্টি রর. বিনিময় সৃষ্টি ররর. বাড়তি মূল্য সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) র ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব গনি মিয়া সুতা ও রং সংগ্রহ করে নিজের মেধা ও শ্রম ব্যবহারের মাধ্যমে কাপড় তৈরি করে থাকেন। তৈরিকৃত কাপড় তিনি স্থানীয় বাজারে বিক্রি করেন।
৪. জনাব গনি মিয়ার কাজকে কী বলা যায়?
ক) উৎপাদন খ) বিপণন গ) উপযোগ ঘ) সেবা
উত্তর :ক) উৎপাদন
৫. জনাব গনি মিয়ার কাজের ফলে-
র. উপযোগ সৃষ্টি হয়
রর. সম্পদের সদ্ব্যবহার হয়
ররর. বাড়তি মূল্য সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৬. 'টঃরষরঃু রং :যব ঢ়ড়বিৎ ড়ভ পড়সসড়ফরঃু :ড় ংধঃরংভু যঁসধহ ধিহঃং'-উক্তিটি কার?
ক) চৎড়ভ. গধুবৎং খ) জ.জ. গধুবৎ
গ) চৎড়ভ. খবধভংধু ঘ) চৎড়ভ. ডধঁময
উত্তর : ঘ) চৎড়ভ. ডধঁময
৭. উপযোগের প্রকারভেদ কয়টি?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
উত্তর :ঘ) ৫
৮. নিচের কোনটি শুধুই উপযোগ সৃষ্টি?
ক) চা বিক্রয় খ) পিয়নের চাকরি
গ) পুডিং তৈরি ঘ) বিজ্ঞাপন প্রচার
উত্তর :গ) পুডিং তৈরি
উদ্দীপকটি পড়ে এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
রসুলপুরের মনু মিয়া মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল তৈরি করেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিলেন মাটি দিয়ে বিভিন্ন ধরনের পশু-পাখি তৈরি করবেন এবং বিভিন্ন মেলায় ও পার্কে বিক্রি করবেন।
৯. উদ্দীপকে মনু মিয়া কী ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
ক) রূপগত খ) স্থানগত গ) সময়গত ঘ) সেবাগত
উত্তর :ক) রূপগত
১০. উদ্দীপকে মনু মিয়ার সিদ্ধান্তের ফলে-
র. স্থানগত উপযোগ সৃষ্টি হবে
রর. জীবনযাত্রার মান উন্নত হবে
ররর. জাতীয় আয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
১১. কয়টি দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বকে ভাগ করা হয়েছে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
উত্তর :খ) ৩
১২. অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কোনটি?
ক) কর্মসংস্থান সৃষ্টি খ) জীবনযাত্রার মান বৃদ্ধি
গ) মুনাফা বৃদ্ধি ঘ) ব্যবসা সম্প্রসারণ
উত্তর :ক) কর্মসংস্থান সৃষ্টি
১৩. উৎপাদন বৃদ্ধি পেলে কী ঘটবে?
র. পণ্যের বৈচিত্র্যতা বাড়বে
রর. সামাজিক মর্যাদা বাড়বে
ররর. মুদ্রাস্ফীতি কমবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
হাসমত সাহেব একজন পোশাকশিল্পের মালিক। তিনি উন্নতমানের পোশাক তৈরি করে দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
১৪. উদ্দীপকে হাসমত সাহেবের দৃষ্টিতে উৎপাদনের গুরুত্ব কোনটি?
ক) উদ্দেশ্য অর্জন খ) চাহিদা পূরণ
গ) ক্রেতাদের সন্তুষ্টি অর্জন ঘ) রপ্তানি উন্নয়ন
উত্তর : ক) উদ্দেশ্য অর্জন
১৫. হাসমত সাহেবের পোশাক রপ্তানির মাধ্যমে দেশের-
র. রাজস্ব আয় বাড়বে
রর. ভোগ বাড়বে
ররর. সুনাম বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) র ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়