রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাকিব আল হাসান

প্রশ্ন :৩১ মার্চ আইএমএফ ইউক্রেনকে কত কোটি ডলার ঋণ অনুমোদন দেয়?

উত্তর :১৫৬০ কোটি ডলার।

প্রশ্ন :আইসিসির মার্চ/২৩ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার?

উত্তর :সাকিব আল হাসান।

প্রশ্ন :রপ্তানি খাতে অবদানের জন্য ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে কয়টি প্রতিষ্ঠান?

উত্তর :৭১টি।

প্রশ্ন :আদানি পাওয়ার পস্নান্ট থেকে কবে বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিদু্যৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়?

উত্তর :৯ এপ্রিল ২০২৩।

প্রশ্ন :৪ এপ্রিল কততম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হয়েছে?

উত্তর :৩১তম।

প্রশ্ন :বিশ্বের বিভিন্ন অংশের পশ্চিম আকাশে একই সরলরেখায় কী দৃশ্যমান হয়?

উত্তর :চাঁদ এবং সৌরজগতের পাঁচটি গ্রহ।

প্রশ্ন :ইইউভুক্ত দেশগুলো কবে নাগাদ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী গাড়ির বাজারজাত বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে?

উত্তর :২০৩৫ সাল।

প্রশ্ন :বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ যুক্তরাজ্যের তৈরি ম্যালেরিয়ার টিকার অনুমোদন দেয়?

উত্তর :ঘানা।

প্রশ্ন :ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানিতে কোন দেশ শীর্ষে অবস্থান করছে?

উত্তর :চীন।

প্রশ্ন :২৯ মার্চ যুক্তরাষ্ট্রে আয়োজিত গণতন্ত্র সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করে?

উত্তর :১২০টি।

প্রশ্ন :১ এপ্রিল কোন দুটি দেশ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় রুপি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়?

উত্তর :ভারত ও মালয়েশিয়া।

প্রশ্ন :৭ এপ্রিল কোন প্রতিপাদ্য নিয়ে "বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ পালিত হয়?

উত্তর :সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য।

প্রশ্ন :কুয়েতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চুয়াল সংবাদ উপস্থাপিকার নাম কী?

উত্তর :ফেদা।

প্রশ্ন :১৫ এপ্রিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম তিন সেঞ্চুরির রেকর্ড গড়েন কে?

উত্তর :বাবর আজম (নিউজিল্যান্ডের বিপক্ষে)।

প্রশ্ন :২৮ মার্চ কোন পাকিস্তানি-বংশোদ্ভূত ব্যক্তি স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন?

উত্তর :হামজা ইউসেফ (স্কটল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট মিনিস্টার)।

প্রশ্ন :২৯ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া জলবায়ু সংক্রান্ত প্রস্তাবটি কোন রাষ্ট্র উত্থাপন করে?

উত্তর :ভানুয়াতু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে