রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১৭৯. ডেটা এন্ট্রির ক্ষেত্রে-

র. ওয়ার্ড প্রসেসিংয়ের সাধারণ নিয়মে টাইপ করে টেবিলে ডেটা এন্ট্রি করতে হবে

রর. শুরুতেই ফন্ট, ফন্টের আকার ইত্যাদি নির্ধারণ করে নিতে হবে

ররর. এক ফিল্ডের ডেটা টাইপ শেষ হলে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে কার্সর পরবর্তী ফিল্ডে চলে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৮০. এক্সেস ডেটাবেজে কোনো ঘরের বানান সংশোধনের জন্য-

র. ঘরটি সিলেক্ট করতে হবে

রর. ঘরটিতে ট্যাব বোতাম চাপতে হবে

ররর. ঘরটিতে সাধারণ নিয়মে টাইপ করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

১৮১. ডেটাবেজ বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য-

র. যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে যেতে হবে

রর. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে

ররর. ঙঢ়বহ বোতামে ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৮২. এক্সেস ডেটাবেজে প্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য-

র. ডেটাশিট মেনুর রিবনে উবষবঃব আইকনে ক্লিক করতে হবে

রর. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে

ররর. ফিল্ডটি সিলেক্ট করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: খ. র ও ররর

১৮৩. এক্সেস ডেটাবেজে রেকর্ড বাতিল করার জন্য-

র. রেকর্ডটি সিলেক্ট করতে হবে

রর. ঐড়সব মেনুর রিবনে উবষবঃব আইকনে ক্লিক করতে হবে

ররর. বার্তা বক্সে ণবং বোতামে ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৮৪. ডেটাবেজে যা বাতিল করলে টহফড় করা অসম্ভব-

র. কলাম রর. রেকর্ড ররর. টেবিল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৮৫. রামিম ডেটাবেজের টেবিলে ডেটা এন্ট্রি করছে। ফিল্ডসহ পুরো কলাম বাতিল করার জন্য সে উবষবঃব আইকনে ক্লিক করতে পারবে-

র. ঐড়সব মেনু থেকে

রর. ডেটাশিট মেনু থেকে

ররর. ফিল্ড মেনু থেকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৮৬. লিখন একটি ডেটা টেবিল তৈরি করেছে। এখন সে ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজকে বিন্যস্ত করতে পারবে-

র. বর্ণানুক্রমিকভাবে

রর.অনুপাতক্রমিকভাবে

ররর. সংখ্যানুক্রমিকভাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

১৮৭. ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়-

র. ফিল্ডের ভিত্তিতে

রর. কলামের ভিত্তিতে

ররর. রেকর্ডের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র ও রর

১৮৮. ডেটাবেজ টেবিলের ডেটাকে বিন্যস্ত করা যায়-

র. আরোহী পদ্ধতিতে

রর. অবরোহী পদ্ধতিতে

ররর. উভরোহী পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে